সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুঘল-তুখলকদের অধ্যায় সিলেবাস থে’কে কাটছাঁট ক’র’লো কর্ণাটক সরকার

টিপু সুলতানের গৌরবান্বিত অধ্যায় এবার বাদ পড়তে চলেছে স্কুলের সিলেবাস থেকে। বিজেপি শাসিত কর্ণাটক সরকার এবার এই সিদ্ধান্তে অনড় । কর্ণাটক রাজ্যের টেক্সটবুক রিভিশন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টিপু সুলতান সম্পর্কিত বিশেষ কয়েকটি বাক্য এবার বাদ পরবে বই থেকে।

স্বাধীনতা সংগ্রামী, টাইগার অফ মাইসোর এই সমস্ত শব্দ প্রাক্তন শাসকদের গৌরবান্বিত করে, সেগুলোকে এবার বাদ দেওয়া হবে টেক্সট বুক থেকে। শুধু কি টিপু সুলতান? তা কিন্তু নয়।

বাবর বা তুঘলক এর মত শাসকদের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে তাদের জন্যও নাকি বইয়ের পাতার সংখ্যাও কমে গেছে ইতিমধ্যে। মুঘল সাম্রাজ্য নিয়ে বিস্তারিত আলোচনা ছিল বইগুলোতে, সে গুলোকে নাকি অনেকটাই হ্রাস করা হয়েছে।

আরো পড়ুন: এই মুহূর্তে ব’ড়ো খবর, তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ খু’নে যুক্ত ৩ জন গ্রে’ফ’তা’র

তবে এই নতুন টেক্সট বইয়ের নাকি কাশ্মীর অসম নিয়ে নতুন তথ্য যোগ করা হয়েছে। কাশ্মীরের কারকোতা ও অসমের অহম বংশ সম্পর্কীয় অধ্যায়ঃ যোগ করা হয়েছে।

ইতিমধ্যেই টেক্সটবুক রিভিশন কমিটির প্রধান রোহিত চক্রতীর্থ জানিয়েছেন, শিবাজী হোক কিংবা টিপু সুলতান, যেখানেই গৌরবান্বিত করে তোলার জন্য ভুল তথ্য দেওয়া হয়েছে। সেখানেই সঠিকঃ নিরপেক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে।

টিপু সুলতান নিয়ে এমন অনেক ভুল তথ্য বইয়ে ছিল যা একটাও সঠিক নয়। সেই কারণেই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত টেক্সট বইয়ের তথ্য পরিবর্তন করা হয়েছে।

তবে স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছে এই বিজেপি সরকার। বিশেষ করে কংগ্রেসে এর বিরোধিতা করেছে, তারা জানিয়েছে সবকিছুকে গৈরিক করার জন্য এমন পদক্ষেপ তাদের।