সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মুহূর্তে ব’ড়ো খবর, তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ খু’নে যুক্ত ৩ জন গ্রে’ফ’তা’র

রামপুরহাটের ঘটনা নিয়ে রাজনীতি রীতিমতো উত্তাল। রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে বগটুই গ্রামে বোমা মেরে খুন করা হয়।

তারপরই ভাদু শেখের খুনের তদন্তে নেমে পুলিশ উপ-প্রধানের শ্যালক রাজেশ শেখ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া ভাদুর দাদা বিকির আলি, সোনা শেখ, পলাশ শেখ, সফি শেখ, নিউটন শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বছর খানেক আগে ভাদু শেখের দাদাও একইভাবে খুন হন।

আরো পড়ুন: সকাল হতেই আকাশের ভোলবদল, কলকাতার কোথায় কোথায় বৃষ্টি হ’বে?

ফলে তাঁর হত্যাকারীরাও ভাদু শেখের খুনের সঙ্গে জড়িত রয়েছে বলে তাঁর পরিবারের দাবি। ভাদু শেখের স্ত্রী কেবিলা বিবি জানান, দাদা খুন হওয়ার পর থেকেই ভাদু শেখ খুন হওয়ার আশঙ্কায় ভুগতেন।

এবার রামপুরহাট গণহত্যা কাণ্ডে তৎপর হল পুলিশ। উপ-প্রধান ভাদু শেখকে খুনের অভিযোগে গ্রেফতার হল আরও তিনজন। এবার একেবারে পার্শ্ববর্তী জেলায় হানা দিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ।

পুলিশ জানায়, ধৃত তিনজনের নাম, শেরা শেখ, রাজা শেখ ও সঞ্জু শেখ। এদের মালদা ও ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিনই ধৃত তিনজনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।