সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ এপ্রিল থে’কে UPI-তে Wallet ও Card দি’য়ে লেনদেন করলে লাগবে চা’র্জ

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI হল একটি রিয়েল-টাইম অর্থপ্রদান ব্যবস্থা।এটিকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তৈরি করেছিল। এর মাধ্যমে আন্তঃব্যাংক পিয়ার-টু-পিয়ার (P2P) এবং ব্যক্তি-থেকে-মার্চেন্ট (P2M) লেনদেন করা যায়। এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দ্বারা নিয়ন্ত্রিত।

একটি মোবাইল প্ল্যাটফর্মে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে মুহূর্তের মধ্যে টাকা স্থানান্তর করা যায় UPI – এর মাধ্যমে৷ এতদিন পর্যন্ত বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া এই UPI এর ব্যাবহার একেবারে বিনামূল্যে ছিল।

তবে সূত্রে খবর,১ এপ্রিল থেকে ওয়ালেট বা কার্ডের মতো প্রিপেড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে লেনদেন করলে ব্যবসায়ীদের থেকে ১.১% ইন্টারচেঞ্জ ফি নেওয়া হবে।

আরো খবর: আজ দিনটি বুধবার, কেমন কা’ট’বে দেখে নিন, রইলো রাশিফল (29.03.2023)

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া একটি সার্কুলার প্রকাশ করে জানিয়েছে UPI এর মাধ্যমে লেনদেন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং অনুমোদনের খরচ তুলতে এই নতুন নিয়ম চালু করা হবে।

অনলাইন মার্চেন্ট, বড় মার্চেন্ট এবং ছোট অফলাইন ব্যবসায়ীদের ২,০০ টাকার উপরে লেনদেন করলে,সেক্ষেত্রে ১.১% ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হবে।তবে,ব্যাঙ্ক এবং প্রিপেইড ওয়ালেটের দ্বারা লেনদেন করলে এই ফি প্রযোজ্য হবে না।