সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা দু’টি পৌর’সভার তৃণ’মূল প্রার্থী’দের স’ঙ্গে বৈ’ঠ’ক কর’লেন মন্ত্রী ফিরহাদ হাকিম

মালদা দুটি পৌরসভার তৃণমূল প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

মালদা,১৬ ফেব্রুয়ারি : বুধবার জেলার দুটি পৌরসভার তৃণমূল প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন প্রথমে মালদার ইংরেজবাজার ও পুরাতন মালদার পুরসভার প্রার্থীদের সঙ্গে পরিচয় ও আলোচনা করেন। পরে জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন। এদিনের বৈঠকে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি,মন্ত্রী সাবিনা ইয়াসমিন,দুলাল সরকার সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সময় পাঁচদিন। এই সময়ের মধ্যে নিজেদের নাম পুর নির্বাচনের থেকে লিফলেট দিয়ে প্রত্যাহার না করলে দল কড়া ব্যবস্থা গ্রহন করবে। নির্দল প্রার্থীদের এমন হুঁশিয়ারী দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। দলের সঙ্গে যুক্ত কেউ নির্দল বা গোঁজ হয়ে দাঁড়াতে পারবেন না। তৃণমূলের সঙ্গে কোনও ভাবে সম্পর্ক রয়েছে এমন নির্দল প্রার্থী বা গোঁজ প্রার্থীদের “প্রচারপত্র” ছাপিয়ে তৃণমূলের প্রার্থীর সমর্থনের কথা ঘোষণা করে লড়াই থেকে সরে দাঁড়াতে হবে।

আগামী পাঁচ দিনের মধ্যে এই পদক্ষেপ করতে হবে। এর পরেও যাঁরা তা করবেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল। মালদায় এসে নির্দল প্রশ্নে দলের অবস্থান স্পষ্ট করে কড়া হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। বুধবার মালদায় একটি বেসরকারী হোটেলে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ। মালদার দুই পুরসভায় গুরুত্বপূর্ণ এবং সিনিয়র লিডারদের বিভিন্ন ওয়ার্ড জেতাতে দলের অবজারভার হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিন দুই পৌরসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে পুরাতন মালদা এবং ইংরেজবাজার পৌরসভা এলাকায় পথসভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।