সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফেসবুকে’র স’ম’স্ত প’রি’ষে’বা থে’কে তালিবান’কে নি’ষি’দ্ধ ক’র’ল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

ফেসবুকে'র স'ম'স্ত প'রি'ষে'বা থে'কে তালিবান'কে নি'ষি'দ্ধ ক'র'ল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

আফগানিস্তানে রীতিমত ত্রাস হয়ে দাঁড়িয়েছে তালিবানরা। এই নিষিদ্ধ জঙ্গী সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছে আন্তর্জাতিক মহল। এবার তালিবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। তালিবান এবং তাদের সমর্থকরা কেউই ফেসবুক ব্যবহার করতে পারবেন না। শুধু ফেসবুক নয়, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মও তারা ব্যবহার করতে পারবেন না।

ফেসবুক ব্যবহার করে তালিবানদের সমর্থনমূলক পোস্ট করা যাবে না। এবার থেকে এমনটা করা হলে সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট মুছে ফেলা হবে। শুধু তাই নয়, পোস্টদাতার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে ফেসবুক। ফেসবুকের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় আইনে কাছে তালিবানরা এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। ফেসবুকের ‘বিপদজনক সংগঠন’ নীতির আওতায় ফেসবুকের সমস্ত পরিষেবা থেকে তালিবানকে নিষিদ্ধ করা হয়েছে।

ফেসবুকের ওই কর্মকর্তা আরো স্পষ্ট করে বলেছেন, তালিবান ও তালিবানের পক্ষে পরিচালিত অ্যাকাউন্টগুলোকে মুছে ফেলবে ফেসবুক। তালিবানের প্রশংসা, তাদের প্রতি সমর্থন বা তাদের প্রতিনিধিত্বকারীদেরও নিষিদ্ধ করা হবে ফেসবুকে। এমনটাও জানিয়েছেন তিনি। এই সংক্রান্ত বিষয়ের উপর নজর রাখার জন্য আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার থেকে ওই বিশেষদল ফেসবুকের প্রতিটি পোস্টের উপর নজর রাখবে এবং পোস্টগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হবে।