সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ছো’ট ইস্তফাপত্র! আছে মাত্র ৩ টি শ’ব্দ

বর্তমানে প্রত্যেকের হাতে সময় কম। বর্তমান সময়ে অনেকেই অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন, ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে মানুষের উদ্দেশ্যে কত কম সময়ে নিজেদের কথা বলে দেওয়ার ।

টুইটারে এবার সেই রকমই একটি পথ দেখাল তিন শব্দের একটি ইস্তফাপত্র খুঁজে বের করল টুইটার। সম্মোধন এবং বিদায় এই দুটির মধ্যে আরেকটি শব্দ বসিয়ে তিনটি শব্দ দিয়ে চাকরিতে ইস্তফা দেওয়ার মতো সবচেয়ে কম শব্দে ইস্তফা পত্র।

এরকম যে হতেও পারে সেটা দেখে নেটিজেনরা অবাক। খুব অল্প সংখ্যক কথা বলে বসকে বিদায় জানানোর জন্য এক অসম্ভব সুন্দর ইস্তফা পত্র। এক টুইটার ব্যবহারকারী এই ছোট্ট ইস্তফাপত্রটি শেয়ার করেছিল।

আরো পড়ুন: আগামী এক বছরে রেলে নি’য়ো’গ হ’বে ১ লক্ষ ৪৮ হাজার ৪৬৩ টি শূন্যপদে

জানেন কি সেই ছোট্ট ইস্তফাপত্রটিতে কি লেখা ছিল? চিঠিটিতে ডিয়ার স্যার বলার পর লেখা ছিল “বাই বাই স্যার” ব্যাস এটুকুই এই ছোট্ট মিষ্টি ইস্তফা পত্রটি তৈরি করেছেন কাবেরী নামের এক টুইটার ব্যবহারকারী।

যেটি দেখেই ইতিমধ্যেই আপ্লুত নেটিজেনরা। এই মিষ্টি ছোট ইস্তফাপত্রটির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অনেকেই ইস্তফাপত্র নিয়ে নিজের নিজের মত দিয়েছেন।

অনেকেই এটিকে বিশ্বের ক্ষুদ্রতম ইস্তফাপত্র কিনা সেটাও জিজ্ঞাসা করেছেন। তবে একজন টুইটার ব্যবহারকারী জানিয়েছেন ,এটাতে দুটি যদি দুটি বাই না লিখে যদি একটি বাই লেখা হতো তাহলে হয়তো সব থেকে ছোট ইস্তফাপত্র হত।