সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধুমাত্র হাওড়া শহরাঞ্চলেই ২৫ টি সরকারি প্রাথমিক স্কুল ব’ন্ধ হ’য়ে গিয়েছে

বন্ধ হয়ে গেল হাওড়ার ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।। একেবারে তাদের জরাজীর্ণ পরিস্হিতি।ইংরেজি মাধ্যমে পড়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার দারুণ সরকারি স্কুল বন্ধ হয়ে গেল, এখন একেবারে সমস্তটাই ফাঁকা, ফাঁকা চেয়ার, জরাজীর্ণ দেওয়ালে ঝুলছে রবীন্দ্রনাথ এর ছবি।

ছাত্র প্রায় আসে না বললেই চলে, এইভাবে নিশ্চয়ই স্কুল চালানো সম্ভব নয়, তাই বন্ধ করে দেওয়া হল ২৫ টি স্কুল। তাছাড়া পরিকাঠামো গত অনেকটাই ত্রুটি আছে স্কুলে এমনটাই মনে করা হচ্ছে।

হাওড়ার মতিলাল জয়সওয়াল প্রাথমিক স্কুলের এই অবস্থা।শহরের মধ্যে থাকা ২৫ টি প্রাথমিক স্কুল একেবারেই বন্ধ করে দেওয়া হল। সেই সব স্কঙলে্য শিক্ষকদের অন্যত্র বদলি করার চিন্তা ভাবনা করা হচ্ছে।

আরো পড়ুন: গাছে ঝুলতে থা’কা হনুমানকে লা’ফ দিয়ে ধ’র’লো চিতাবাঘ, জঙ্গলের হা’ড়’হি’ম করা ভিডিও ভাইরাল

এমনিতেই ২০১৪ সালের টেট নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। এক কথায় রাঐ্য রাজনীতি এখন দারুণ ভাবে উত্তাল। তার মধ্যে স্কুল বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত মিলিয়ে উঠছে প্রশ্ন।

একের পর এক লক্ষ্মীনারায়ণ প্রাথমিক বিদ্যালয়, শানপুর নেতাজি সুভাষ প্রাথমিক বিদ্যালয়, শ্রী ভগবতী প্রাথমিক বিদ্যালয়, শংকরলাল প্রাথমিক বিদ্যালয়-সহ হাওড়ার আরও বিভিন্ন বিদ্যালয় গুলো যা আজ ছাত্রদের অভাবে একেবারে বন্ধই হয়ে গেল।

বিশেষ করে করোনার সময় থেকে শুরু হয়েছে এখনও তার প্রতিফলন রয়েছে। করোনার কারণে দারুণ ভাবে ছাত্রদের পড়ার প্রতি অনীহা এসে গিয়েছে। তারা এখন আর স্কুলমুখো হতে চাইছে না।

প্রাথমিক স্কুলে শিক্ষক ও ছাত্র সংখ্যা দুই কমে যাচ্ছে। সবাই তাদের ক্ষমতা রয়েছে তারা ইংরেজি মাধ্যমে ভর্তি করাচ্ছে।তাই স্বাভাবিকভাবেই শিক্ষক ছাত্রদের অনুপাত সঠিক না থাকায় স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে।