সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Credit Card হোল্ডারদের নিয়ে ব’ড়ো সি’দ্ধা’ন্ত নি’তে চলেছে RBI

এখন মানুষ অনলাইন পেমেন্ট এমনকি বাকি সব কাজের জন্য ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে বেশী। তবে এবার রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য নতুন কোনো নিয়ম আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

ডেবিট কার্ডের তুলনায় ক্রেডিট কার্ডের সুবিধা বেশি। তাই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে থাকে গ্রাহকদের। বিভিন্ন অনলাইন কেনাকাটা সহ বাজার সব কিছুতেই পাওয়া যায় আকর্ষণীয় ছাড়, তবে তাঁর জন্য দরকার পরবে ক্রেডিট কার্ড।

তাই এখন ক্রেডিট কার্ডের প্রতি মানুষ বেশী ঝুঁকেছে। এবার এই ক্রেডিট কার্ড নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে আর বি আই। ক্রেডিট কার্ডের গ্রাহকদের একটি সুবিধা দেওয়া উচিৎ।

আরো পড়ুন: আজই ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে সাইক্লোনে, কবে থেকে বৃষ্টিপাত হবে বাংলায়?

তাঁদের বিলিং সাইকেল পছন্দ মতো বদল করার একবার হলেও সুযোগ সুবিধা দেওয়া উচিৎ। আসলে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা জানে ভালোমতো বিষয়টা, যে আগের থেকেই বিলিং সাইকেলের বিষয়টি নির্ধারণ করা থাকে।

তাই গ্রাহকদের কার্ড ব্যবহার করার নির্দিষ্ট দিনের মধ্যেই টাকা ফেরত দিতে হয়। আর সেটা না হলে মোটা টাকার সুদ কেটে নেওয়া হয়। তাই এখানে কিছুটা বদল আনতে চাইছে আর বি আই।

আরো পড়ুন: কি বিষয়ে কি বলবো? সভার আ’গে দলের নেতাদের বলছেন রাহুল! ভিডিওকে হা’তি’য়া’র করে খোঁ’চা বিজেপির

হয়ত এই নিয়ম কার্যকর হতে পারে চলতি বছরের জুলাই মাসে। নির্দিষ্ট দিনের মধ্যে টাকা মেটাতে পারলে কোনো সুদ দিতে হয় না। কিন্তু সেটা করতে না পারলে মোটা সুদ তো গুনতেই হয়, তাঁর সাথে ক্রেডিট স্কোর কমে যায় তড়তড় করে।

এবার আর বি আই যে নতুন নিয়ম আনছে সেখানে গ্রাহকেরা নিজের সুবিধা মতো বিলিং সাইকেল বদল করতে পারবে, যার ফলে গ্রাহকেরা যাবতীয় টাকা ব্যাঙ্ককে ফিরিয়ে দিতে পারবে।