সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজই ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে সাইক্লোনে, কবে থেকে বৃষ্টিপাত হবে বাংলায়?

আজ রবিবারই হয়তো ঘূর্ণাবাত রূপ নিতে পারে বিধ্বংসী সাইক্লোন অশনিতে। তাহলে কি এবার বাংলার ওপরেও বিশাল চাপ সৃষ্টি হতে চলেছে? কি বলছে আবহাওয়া দপ্তর।

জানা যাচ্ছে , এই ঘূর্ণাবাত তৈরী হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে, এখন তাঁর অবস্থান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। আজ রবিবার তাঁর ভয়ঙ্কর রূপের দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাঁর অবস্থান জলভাগে থাকলেও সেটা নাকি রাত থেকেই এগোবে স্থলভাগের দিকে। যার কারণেই উপকূলের চিন্তা আরও বেশী বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার উপকূল বর্তী এলাকায় আঁচড়ে পরার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: স্নাতক স্ত’রে’র পরীক্ষায় “হিন্দু বি’রো’ধী” প্রশ্ন, রো’ষে’র মু’খে বেসরকারি ইউনিভার্সিটি

আগামীকাল সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া দপ্তর। এখনও আবহাওয়া দপ্তর সূত্রে অশনি ঘূর্ণিঝড় তৈরী হয় নি, বিকালের দিকে তাঁর সম্ভাবনা জোড়ালো।

তাই ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাহলে কি বঙ্গে এবারও আঁচড়ে পরবে ঘূর্ণিঝড়? তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এটির অভিমুখ সম্ভবত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র।

আসলে অশনিকে বিভিন্ন বায়ুমন্ডলের মধ্যে দিয়ে যেতে হবে।যার কারণে অনেকটাই শক্তি ক্ষয় হবে তাঁর। তাই অশনির ল্যান্ডফলের মতো অবস্থা হবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।

আরো পড়ুন: ব্রেনকে অল্প অল্প করে খে’য়ে নি’চ্ছে “জম্বি” অ্যামিবা! ভ’য়া’ন’ক অসুখে মৃ’ত্যু পাকিস্তানে

গভীর নিন্মচাপের জেড়ে বাংলায় সতর্কতা জারি করা হয়েছে আগের থেকেই। তাছাড়া মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার কথাও বলেছে। উপকূলবর্তী জেলাগুলোতে যার ফলে হালকা মাঝারী বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে।

আজ রবিবার কলকাতা জুড়ে ও উপকূলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের সাথে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।