সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমার কা’জ করার ধরণ একটু আ’লা’দা, চাকরিপ্রার্থীদের নি’য়ে যা বললেন জাস্টিস গঙ্গোপাধ্যায়

SSC নিয়োগ-দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পরে এক নির্দেশ রাজ্যে হইচই ফেলে দিয়েছে। এ বার সেই কলকাতা হাই কোর্টের বিচারপতি দাবি করলেন, তাঁর কাজের পদ্ধতি ‘আলাদা’।

আসলে, তিনি গরিব মানুষের কথা ভাবেন। শনিবার শিলিগুড়ির দাগাপুরে একটি বেসরকারি আইন কলেজের কর্মসূচিতে যোগ দেন বিচারপতি।

সেখানে তিনি বলেন, এটা ঠিক যে, আমার কাজের ধরন হাই কোর্টের অন্য বিশিষ্ট বিচারপতিদের থেকে কিছুটা আলাদা। আমি গরিব মানুষের হৃদয় স্পর্শ করার চেষ্টা করি, যাঁদের জন্য রবীন্দ্রনাথ লিখেছেন, ‘এই সব মূঢ় ম্লান মূক মুখে দিতে হবে ভাষা’।

আরো খবর: আজ রবিবার, দেখে নিন ছুটির দিনটি কেমন কা’ট’বে, দেখুন রাশিফল (11.12.2022)

বিচারপতির দাবি, মনে করি, আদালতের বিচারক হিসাবে এটা আমার কর্তব্য। দেশের সংবিধান মেনে শপথ নিয়েছি, তাঁদের সে অনূভূতি দিতে, যে তাঁরাও ভারতীয়। দেশের ধনীদের জন্যই বিচার ব্যবস্থা রয়েছে— এমন নয়।

গরিব মানুষ যাঁরা রয়েছেন, তাঁদের জন্যও বিচার ব্যবস্থা রয়েছে। যাঁরা হাই কোর্টে আসতে পারেন না, হয়তো একাধিক বার আসতে পারেননি, আমি তাঁদের মন, তাঁদের কঠিন সমস্যাগুলিও বোঝার চেষ্টা করি।