সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে আ’জ সবথেকে সস্তা পেট্রোল, লিটার প্রতি দা’ম মাত্র ৮৪ টা’কা, কলকাতায় ক’তো?

সাধারণ মানুষ জ্বালানির দামে কার্যত দিশেহারা। শুধু কলকাতা নয়, দেশের সবকটি বড় শহরে চিত্রটা কম বেশি একই। তুলনামূলক দিল্লিতে অবশ্য জ্বালানির দাম কিছুটা কম। তবে সেখানেও পেট্রলের দাম 100 টাকার কাছাকাছি।

দেশে সবচেয়ে সস্তা পেট্রল বিক্রি হচ্ছে মাত্র 84 টাকাতে। অর্থাৎ কলকাতার তুলনায় লিটারে 22 টাকা সস্তা। পেট্রলের দাম লিটার প্রতি 84.10 টাকা রয়েছে আন্দামানে। সেখানকার নিকোবর, পোর্ট ব্লেয়ার-সহ গোটা আন্দামান জুড়েই দাম রয়েছে একই।

ফলে কেন্দ্রীয় শাসিত এই অঞ্চলে আপাতত জ্বালানির চড়া দাম টের পাচ্ছে না সাধারণ মানুষ। আন্দামানে ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে 79.74 টাকা। গত 96 দিন ধরে কলকাতায় জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে ব’ড়ো মন্দির বাংলাতেই, জানুন কিছু অজানা ক’থা

তিলোত্তমা নগরীতে জ্বালানির দাম রয়েছে চড়া। শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106.03 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 92.67 টাকা।

দেশের রাজধানীতে জ্বালানির দাম রয়েছে অনেকটা সস্তা। মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতেই জ্বালানির দাম সবচেয়ে সস্তা। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 89.62 টাকা।

দক্ষিণের শহরেও জ্বালানির দাম বেড়েছে অনেকটা। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। লিটার প্রতি ডিজেল রয়েছে 92.76 টাকা।