সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবারও মুখ থু’ব’ড়ে পড়লো তৃণমূল, ত্রিপুরায় কিছুই ক’র’তে পা’র’লো না বাংলার শাসকদল

রবিবার ত্রিপুরার ৪টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা হল। ত্রিপুরার আগরতলায় হারল বিজেপি, জয়ী হল কংগ্রেস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা টাউন বড়দোয়ালি কেন্দ্রে জিতলেন ।

এছাড়া ত্রিপুরার আগরতলা  কেন্দ্রে জয়ী কংগ্রেসের সুদীপ রায় বর্মন। বিজেপি প্রার্থীকে ৩ হাজার ১৬৩ ভোটে হারালেন কংগ্রেসের সুদীপ। কংগ্রেসের আশিস সাহাকে হারালেন ৬ হাজার ১০৬ ভোটে।

ত্রিপুরার যুবরাজনগর ও সুরমাতেও এগিয়ে বিজেপি। এই প্রথমবার ভোটে দাঁড়িয়ে টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

আরো পড়ুন: বিশ্বের নতুন কারখানা হ’য়ে উঠছে এই দেশ! চীনকে প্র’তি পদে দি’চ্ছে টক্কর

কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে হারালেন ৬ হাজার ১০৪ ভোটে। আগরতলা হাতছাড়া হল বিজেপির। ৩ হাজার ১৬৩ ভোটে বিজেপি প্রার্থী অশোক সিন্হাকে হারিয়ে জয়ী হলেন কংগ্রেসের সুদীপ রায়বর্মন।

গত বিধানসভা ভোটের নিরিখে ৩টি আসন ছিল বিজেপির দখলে। একটিতে জয় পায় সিপিএম। এবার ৪টি আসনে প্রার্থী দেওয়াতেও ভরাডুবি তৃণমূলের।

প্রসঙ্গত, গত ২৩ জুন ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে উপ নির্বাচন হয়। আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, ৪ কেন্দ্রে সকাল ৭টা ভোটগ্রহণ হয়।