সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের নতুন কারখানা হ’য়ে উঠছে এই দেশ! চীনকে প্র’তি পদে দি’চ্ছে টক্কর

এবার চিনকে টক্কর দিচ্ছে ভিয়েতনাম, একটা সময় কোভিড এর আগে চীনকে বলা হতো বিশ্বের কারখানা।কিন্তু যখন থেকে অতি মারি শুরু হলো স্বাভাবিকভাবেই সমস্ত দেশের সাথে সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে চীনের।

কিন্তু কোনো কিছুই তো স্থির থাকে না, তাই চীনের বিকল্প হিসেবে ভিয়েতনামে গড়ে উঠেছে একের পর এক কারখানা। চীনের অবস্থা যখন দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে, তখন বিকল্প হিসেবে ভিয়েতনাম হয়ে উঠছে বিশ্বের কারখানা।

এমনটা হওয়ার পেছনে কারণ কি? সমস্ত উৎপাদনকারী সংস্থা এখন একের পর এক ভিয়েতনামের দিকে ঝুঁকছে। প্রথমত ভিয়েতনামের কৌশলগত অবস্থানের জন্য দায়ী রয়েছে, ভিয়েতনাম বিশ্বের প্রধান সমুদ্র বাণিজ্য রুটে অবস্থিত।

আরো পড়ুন: বড়ো দুর্ঘ’ট’না’র হাত থে’কে বাঁচলেন যোগী আদিত্যনাথ, বারাণসীতে জ’রু’রি অবতরণ কপ্টারের

ভিয়েতনাম এখন জমির দাম কম কারখানা গড়ে তোলা খুবই সহজ, তার সাথে কারখানা ও পরিচালন ব্যয় খুবই কম।সেই সমস্ত কারণেই ভিয়েতনাম এখন চীনকে টক্কর দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে বলেই মনে করে আমাকে।

যদি ইতিহাসের দিকে ঘুরে তাকানো যায়, তাহলে লক্ষ্য করা যাবে ১৯৭৮ সালে অর্থনৈতিক সংস্কার শুরু করে চিন। এদিকে ভিয়েতনাম ১৯৮৬ সালে নিজেদের বাজার সংস্কার শুরু করে।

চীনের পথ অনুসরণ করেই ভিয়েতনাম নিজেদের কর্মসূচি শুরু করে। সময়ের সাথে সাথে দেখা গেছে ভিয়েতনাম ও চিন ও দেশগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে অনেকটাই।

যখন চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়, তখন ভিয়েতনাম এগিয়ে চলেছে নিজের গতিতেই। যে কারণে মেক্সিকো ও ভিয়েতনাম দেশগুলো দারুন ভাবে লাভের মুখ দেখতে পেরেছে।