সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ১২ ঘন্টায় হাওড়া থেকে নয়াদিল্লি, দৌড়াবে ঘ’ন্টা’য় ১৬০ কিমি বে’গে

মানুষের সময়ের দাম অনেক বেশি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বাস অথবা ট্রেনের মাধ্যমে গন্তব্য স্থলে পৌছায়। কম সময়ের মধ্যে বেশি দূরত্ব অতিক্রম করার লক্ষ্যে ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে এল এক নতুন প্রকল্প” মিশন রাফতার”।

২০১৬-১৭ বাজেটে এই প্রকল্পের কথা প্রথম উল্লেখ করা হয়। ক্যাবিনেট কমিটি ট্রেনের গতি ১৬০ কিমি/ঘন্টা করার উদ্দেশ্যে দুটি প্রজেক্ট অ্যাপ্রুভ করেন। এই প্রকল্পের অধীনে ব্যস্ততম দিল্লি – হাওড়া রুটে ট্রেনের গতি বৃদ্ধির কাজ চলছে। বর্তমানে বেশিরভাগ ট্রেনের গতি ১২০ কিমি/ঘন্টা তে চলাচল করে।

এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল যাত্রীর সময় বাচিয়ে দ্রুত গন্তব্য স্থলে পৌছানো। ইন্ডিয়ান রেলওয়ে এর উদ্দেশ্য সফল করার জন্য ২০১৭ থেকে হাইস্পিড ট্রেনের রাস্তা আপগ্রেড করার কাজে যুক্ত আছে। শুধু রেলের গতি ই নয়, পাশাপাশি কাঠামো উন্নয়নের কাজ শুরু করা হয়েছে।

আরো পড়ুন: হাতের তালুতে সা’জা’লে’ন ১৮ টি ডিম, গিনেস বু’কে না’ম লেখালেন এই যুবক

সূত্রে জানা গেছে টিল্টিং প্রযুক্তির সাহায্যে ট্রেনের গতি বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে্। ওভার হেড, সিগন্যালিং ব্যবস্থার সংস্করণ করা হয়েছে। আশা রাখা যাচ্ছে খুব শীঘ্রই রেলওয়ে দপ্তর এই বিষয়ে সফলতা আনবে।

এছাড়াও দ্রুত সফলতার জন্য রেলওয়ে দপ্তর লাইট ওয়েট কোচের ব্যবস্থা শুরু করতে চলেছে ২০২২-২৩ সালে। কনজেস্টেড জায়গায় ক্রসিং , ফুট ওভার ব্রিজ এবং আন্ডার পাশ নিমার্ণ করা হচ্ছে।