সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ব’ড়ো মন্দির বাংলাতেই, জানুন কিছু অজানা ক’থা

এবার এই বাংলায় বিশ্বের সবথেকে বড় মন্দির তৈরি হতে চলেছে। ২০০৯ সাল থেকে নদীয়ার মায়াপুরে ইসকনের সদর দপ্তরে মন্দির নির্মাণের কাজ চলছিল। অনেক আগেই এই প্রকল্প সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে প্রকল্পটি পিছিয়ে যায়। ২০২৩ এর জুলাই কিংবা আগস্ট মাসেই দর্শনার্থীদের জন্য এই মন্দির খুলে দেওয়া হতে পারে।

প্রায় ৭০০ একর জায়গা জুড়ে এই কমপ্লেক্সটি তৈরি হবে। বর্তমানে বিশ্বের সবথেকে বড় মন্দির হচ্ছে কম্বোডিয়ার আঙ্কোরভাট। মায়াপুরের নতুন নির্মিত এই মন্দিরে একসঙ্গে ১০ হাজার ভক্ত শ্রীকৃষ্ণের দর্শন করতে পারবেন। এখানে বৈদিক প্লানেটরিয়ামে ইনস্টিটিউট অব বেদিক কসমোলজি বিভাগ থাকবে।

এখানে শ্রীকৃষ্ণের ভার্চুয়াল দর্শন করা যাবে। মহাজাগতিক সৃষ্টি নিয়ে নানা প্রদর্শনী থাকবে এখানে। এই মন্দিরে কিছু বৈশিষ্ট্য থাকছে। বিশ্বের পাঁচটা ধর্মীয় সৌধের থেকে বৃহত্তম চূড়া থাকবে এখানে।

আরো পড়ুন: দীর্ঘ ১০০ বছর পর রেলের ন’য়া চ’ম’ক নাগাল্যান্ডের জন্য, আ’ন’ন্দে আত্মহারা রাজ্যবাসী

আগ্রার তাজমহল বা ভ্যাটিক্যান্স সেন্ট পলস ক্যাথিড্রালের থেকেও আয়তনের বড় হবে এই মন্দিরটি। মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০ কোটি টাকা। মেঝেতে একসঙ্গে দশ হাজার পূর্ণার্থী শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করতে পারবেন।