সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সত্যিই কি নেকড়ে মানুষ আ’ছে? গভীর রাতে ক্যামেরায় ধ’রা পড়লো রহস্যময় প্রা’ণী

অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল মার্কিন মুলুকের টেক্সাসের এক চিড়িয়াখানা। এখানে দেখা মিলল মানুষরূপী এক অদ্ভুত প্রাণী কে; রহস্যময় এই প্রাণীকে দেখে নেটদুনিয়া উত্তাল।

তাকে দেখা গিয়েছে লং শটে; দেখে মনে হচ্ছে দু’পায়ে দাঁড়ানো কোনও নেকড়ে। টেক্সাসের ‘সিটি অফ আমারিলো’র তরফে ইতিমধ্যেই টুইট করা হয়েছে।

টেক্সাসের ‘সিটি অফ আমারিলো’র তরফে জানানো হয়েছে, আমারিলো চিড়িয়াখানায় এক অদ্ভুত প্রাণীর ছবি ধরা পড়েছে। গত ২১ মে রাত প্রায় ১টা ২৫ নাগাদ প্রাণীটি ওখানে দাঁড়িয়েছিল।

আরো পড়ুন: লাল রঙের ঢেঁড়শ চাষ করেই হাজার হাজার টা’কা ইনকাম করছেন কৃষকরা, দাম শু’ন’লে আঁ’ত’কে উঠবেন!

এটা কি কোনও আগন্তুক, যিনি রাতের বেলায় হাঁটতে বেরিয়েছিলেন? নাকি এটা একটা চুপাক্যাবরা? প্রসঙ্গত, চুপাক্যাবরা হল নেকড়ে-মানুষের আদলেরই একটি কাল্পনিক প্রাণী।

মার্কিন লোকগাথায় তার উল্লেখ মেলে।তবে ওই প্রাণীটিকে দেখা গেলেও কোথাও কোনও হামলা কিংবা কোনও ধরনের তাণ্ডবের কথা জানা যায়নি। কিন্তু তবুও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

ওই অঞ্চলে এই ধরনের কোনও প্রাণীকে এর আগে দেখা যায়নি।শেষ পর্যন্ত ওই প্রাণীটির আসল পরিচয় জানা যায় নি। তবে ইতিমধ্যেই নানা মজার মিম ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।