সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোর রাতে তী’ব্র ভূমিকম্পে কেঁ’পে উ’ঠ’লো তাজিকিস্তান, রইলো হাড়হিম করা ভিডিও

তাজাকিস্তানের অবস্থাও কি সিরিয়া ও তুরস্কের মতো হতে চলেছে? এমনটা বলার কারণ হলো ঠিক তুরস্কের আদলেই আজ ভোরের দিকে তাজাকিস্তান কেঁপে উঠল রিখটার স্কেলে ৬.৮ মাত্রা নিয়ে। এখনো তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব ঠিকমতো কাটেনি। আর তার সাথেই এবার কেঁপে উঠলো তাজাকিস্তান।

আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাজাকিস্তানের সকলেই আতঙ্কে জড়োসড়ো হয়ে গিয়েছে। কারণ সদ্য তুরস্কের ভূমিকম্পের ফলে যে ক্ষতচিহ্ন সৃষ্টি হয়েছে সেটা এখনও শুকায়নি। আর তারমধ্যেই এই ঘটনার ফের সূত্রপাত। এটা তুরস্ক কিংবা তাজাকিস্তানের জন্য দুশ্চিন্তার বিষয় নয় , এটা পুরো বিশ্বের জন্যই একটা চিন্তার বিষয়।

দুদিন পরপরই কেঁপে উঠছে বিভিন্ন দেশ। এবারে ভূমিকম্পের উৎস আফগানিস্তান ও চিনের সীমান্তের মাঝামাঝি অংশে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, যে মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেই হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

আরো খবর: মেঘালয়ের প্র’ত্য’ন্ত গ্রা’ম “হুইসলিং ভিলেজ”, গ্রামবাসীরা ক’থা বলেন শিস দিয়েই

উৎসস্হলের আরো বিস্তারিত বলতে গেলে গরনো-বাদাখসান এলাকা, যা আফগানিস্তান ও চিনের সীমান্তের মাঝামাঝি স্বশাসিত অঞ্চলের মধ্যে। এদিকে আবার মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, সেই এলাকায় জনসংখ্যা প্রায় নেই বললেই চলে। যার কারনে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা কম।

তবে সেই অঞ্চলের ধস নামার সম্ভাবনা রয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে আরও জানানো হয়, আজ বৃহস্পতিবার ভোর ৫ টা ৩৭ মিনিটে রিখটার স্কেলে ৬.৮ মাত্রায় পূর্ব তাজাকিস্থানে ভূমিকম্প অনুভূত হয়। আর ঠিক ২০ মিনিট পরে এর আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫।