সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঝড়ে’র তা’ণ্ড’বে নিম গাছ ভে’ঙে পড়’লো টালি’র ঘ’রে! ভা’গ্যে’র জে’রে বেঁ’চে গে’ল মা সহ দুই শিশু

ঝড়ের তাণ্ডবে নিম গাছ ভেঙে পড়লো টালির ঘরে! ভাগ্যের জেরে বেঁচে গেল মা সহ দুই শিশু

মালদা,৯ জুন : কথায় বলে রাখে হরি মারে কে। এমনই ঘটনা ঘটেছে ইংরেজবাজার পৌরসভার ২৩ নং ওয়ার্ডের জগন্নাথ কলোনি এলাকায়। বৃহস্পতিবার ভোরে ঝড়ের তা’ণ্ড’বে বিশাল একটি নিম গাছ ভে’ঙে পড়ে টালির ঘরে। সেই সময় দুই শিশুকে নিয়ে ঘরের ভেতরে ছিল মা।

কোনোক্রমে তারা চৌকির তলায় ঢুকে পড়ে। নিম গাছ পড়ে দূ’র্মু’স হয়ে যায় বাড়িটি। এলাকাবাসীরা ভেবেছিলেন তিন’জন হয়তো মা’রা গিয়েছে। কোনোক্রমে কিছুক্ষণ পর তারা ভগ্নস্তূপে সড়িয়ে বেরিয়ে আসে। এমন ভাবে ঘর ভে’ঙে’ছে তাতে কোন কিছুই আস্ত নেই।

জানা গিয়েছে, রিতা দাস বাসা বাড়ির কাজ করেন। রাজু দাস শ্রমিকের কাজ করেন। এদিন ঝড় বৃষ্টির সময় ঘরের ভেতর দুই শিশুকে নিয়ে ছিলেন রিতা দাস। আচমকাই ঝড়-বৃষ্টিতে নিমের গাছ পড়ে ভেঙে যায় বাড়িটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্যরা কর্মীরা।

সুজিত বাবু দাঁড়িয়ে থেকে গাছ কাটানোর ব্যবস্থা করেন। মহিলার ঘর তৈরি এবং পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় কাউন্সিলর।
রিতা দাস বলেন, গোটা নিম গাছটা যখন বাড়ির উপর পড়ছে বুঝতে পেরে সেই সময় শিশুদের নিয়ে চৌকির তলায় ঢুকে যান তারা। প্রথমে ভেবেছিলেন হয়তো তারা আর বাঁচবেন না। ঝড় থামতেই কোনক্রমে তারা ঘর থেকে বেরিয়ে আসেন।

সুজিত সাহা বলেন, রাখে হরি মারে কে। বৃহস্পতিবার ভোরে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে একটি বাড়ি ধুলিস্যাৎ হয়ে যায়। কোনোভাবে প্রাণে বাঁচেন এক মহিলা ও শিশু। তাদের পাশে দাঁড়ানোর আস্বাস দেন তিনি।