সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবিশ্বাস্য ঘ’ট’না, মাঠে ফুটবল খেলার সময় বজ্রপা’ত, একই দলের ১১ প্লেয়ারের মৃ’ত্যু

কঙ্গোয় ১৯৯৮ সালে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল দল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই দলই একটি করে গোল করেছে। দুই দলই জয় নিয়ে আশাবাদী। গ্যালারিতে বসে থাকা দর্শকরাও বুঁদ হয়ে গিয়েছিলেন খেলায়।

ঠিক সে সময়ই অকল্পনীয় এক ঘটনা ঘটে। মাঠের মধ্যেই বাজ পড়ে। নিমেষে প্রতিপক্ষ দলের ১১ জন ফুটবলারেরই মৃত্যু হয়। আহত হন গ্যালারিতে বসে থাকা কয়েক জন দর্শকও। কিন্তু আশ্চর্যজনক ভাবে প্রতিপক্ষ দলের এক জন খেলোয়াড়েরও কোনও ক্ষতি হয়নি।

এই খবর প্রকাশিত হওয়ার পরই হইচই পড়ে যায়। এর সঙ্গে ‘কালোজাদু’র যোগের অভিযোগ উঠতে শুরু করে। পরাজয়ের ভয়ে প্রতিপক্ষ দলেরই কোনও খেলোয়াড় নাকি ‘কালোজাদু’র প্রয়োগ করেছিলেন।

আরো পড়ুন: শিয়ালদহ মেট্রো চা’লু হলে কি হবে অটোগুলোর? আ’শ’ঙ্কা চালকদের

সে কারণেই, এমন ঘটনা বলে অভিযোগ উঠতে শুরু করে। ওই খেলোয়াড়কে নাকি মাঠের মধ্যে ‘অন্যরকম কিছু’ করতেও দেখা গিয়েছিল। ওই বজ্রপাত সত্যিই ‘অন্য কোনও কারণে’ ছিল কি না তা জানা যায়নি।

তবে এক সময় পশ্চিম এবং মধ্য আফ্রিকা জুড়ে যে কোনও প্রাকৃতিক দুর্যোগকে জাদুবিদ্যার ফল বলে বিশ্বাস করতেন ওই অঞ্চলের মানুষ। এখনও পুরোপুরি সেই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারেননি তাঁরা।

ছোটখাটো বিষয়েও একে-অন্যের উপর জাদুবিদ্যার প্রয়োগ করে ক্ষতির চেষ্টা করা হয়। ফুটবল খেলার মাঠে জাদুবিদ্যার প্রয়োগ সবচেয়ে বেশি চোখে পড়ে কঙ্গোতে।

হআরও এক বার কঙ্গোতে ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে একটি দলের ছ’জন খেলোয়াড় গুরুতর জখম হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। সে বারও প্রতিপক্ষ দলের কোনও খেলোয়াড় জখম হননি। ফুটবল ম্যাচ-এ জাদুবিদ্যার প্রয়োগের এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে।