সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিশন ২০২২: জিও-র সে’রা প্ল্যান কি কি? দেখে নিন এক ন’জ’রে

2021 সালের শেষভাগে এক ধাক্কায় সমস্ত রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়েছিল জিও কোম্পানি। সমস্ত রিচার্জ প্ল্যানের খরচ 18 থেকে 25 শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হয়।

2021 সালের শেষভাগে এক ধাক্কায় সমস্ত রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়েছিল জিও কোম্পানি। সমস্ত রিচার্জ প্ল্যানের খরচ 18 থেকে 25 শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হয়।

2022 সালের শুরুতে সংস্থার তরফ থেকে সমস্ত রিচার্জ প্ল্যানের সংশোধিত খরচের তালিকা তুলে ধরা হলো। 14 দিন থেকে শুরু করে 365 দিন পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে এর আওতায়।

28 দিনের বৈধতা সম্পন্ন 209 টাকার রিচার্জে প্ল্যানটি রয়েছে যারা কম মাত্রার ডেটা ব্যবহার করেন তাদের জন্য। এতে দৈনিক 1 জিবি করে ডেটার সুবিধা মেলে। এরপর রয়েছে 239 টাকার ডেটা প্ল্যান।

28 দিনের জন্য দেড় জিবি ফ্রি ডেটা পেতে এই প্ল্যানে রিচার্জ করাতে পারেন কিংবা 84 দিনের জন্য পরিষেবা পেতে 666 টাকা দিয়ে রিচার্জ করতে পারেন।

আরো পড়ুন: কাশ্মীরের স্বাধীনতা নিয়ে বি’ত’র্কি’ত পো’স্ট করায় KFC সহ একাধিক সংস্থা গুজরাটে বি’ক্ষো’ভে’র মু’খে

যাদের দৈনিক 2 জিবি করে ডেটা লাগে তাদের জন্য 299 টাকার 28 দিন এবং 719 টাকায় 84 দিনের পরিসেবা রয়েছে। ইউটিউব, নেটফ্লিক্স কিংবা অন্যান্য ওটিটি প্লাটফর্মে ভিডিও দেখার জন্য অনেকেই এই প্ল্যান নিয়ে থাকেন।