সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার নয়া রেজিমেন্ট, আ’ত্ম’নি’র্ভ’র ভারতের পথে আ’রো একধাপ

ভারতীয় সেনায় প্রথম তৈরি করা হলো মিডিয়াম রেঞ্জ সার্ভিস ২ এয়ার মিসাইল রেজিমেন্ট। ইস্টার্ন কমান্ডের অধীনে কাজ করবে এটি। ভারত এবং চিনসীমান্তে যাতে সুরক্ষা ক্ষেত্রে কোন রকম দুর্বলতা না থাকে সেদিকেই নিশ্চিত করবে এটি। পূর্বাঞ্চলের সদর সেনা দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে এই রেজিমেন্ট পরিচালনা করা হবে।

সিস্টেম অভ্র উইপন সিস্টেম নামে এটি আখ্যা দান করা হয়েছে। প্রতিরক্ষায় নিরাপত্তায় যেন কোনরকম গলদ না থাকে সেটা নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা জানিয়েছেন দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আজ একটা স্বর্ণালী দিন। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে যে কতটা এগোনো যায় তারই একটা বড় পদক্ষেপ এই মিসাইল।

স্থল জল আকাশ এই প্রতিটি ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে। একদিকে যেমন সামনে আসছে নতুন চ্যালেঞ্জ ঠিক তেমনি সেই চ্যালেঞ্জকে প্রতিহত করতে এগিয়ে আসছে ভারতীয় বাহিনী। বিশেষ করে চিন সীমান্তে যখন বারবার আঘাত হানছে লাল ফৌজ।

আরো খবর: আমাদের মোদি চাই, পারলে পাকিস্তান ছে’ড়ে ইন্ডিয়া পালাও, ক্ষো’ভ প্র’কা’শ প্রতিবেশী দেশের জনগণের

ঠিক তখনই নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের সেনাবাহিনীদের পরাস্ত করছে ভারত। আর এই ধাপে আরও অনেকটা এগিয়ে গেল ভারত। মূলত উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত সক্রিয় হবে এই মিসাইল।

বিশেষ করে সিকিম এবং অরুনাচল প্রদেশের বিভিন্ন জায়গায় কড়া সতর্কতা রাখবে। সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুকে পরাস্ত করতে পিছপা হবে না এই মিসাইল। সুচিন্তিত উপায়ে ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছে এই সেনা বহর। তা নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্রের ঘুম কেড়ে নেবে তা বলাই বাহুল্য।