সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠাকুর ঘরে একের পর এক দেব-দেবীর মূ’র্তি জ’মা করছেন? হতে পারে মারাত্মক ক্ষ’তি

হিন্দু গৃহস্থ বাড়ি মানেই ঠাকুর দেবতার একটি আলাদা স্থান থাকবে সেই বাড়িতে। এমন অনেক বাড়ি রয়েছে যেখানে কতগুলি দেবতা আছে তা দেখতে দেখতে আপনি গুণে শেষ করতে পারবেন না। অনেক বাড়ির মা কাকিমারা একসাথে অনেক ঠাকুরকে এক জায়গায় নিয়ে এসে পুজো করেন। একাধিক ঠাকুর একজায়গায় পূজো করেন অনেকেই। কিন্তু হয়তো আপনি জানেন না এমন করা একেবারেই উচিত নয়।

আমরা অনেকের বাড়িতে একাধিক গণেশ মূর্তি দেখতে পাই। কিন্তু একাধিক গণেশ মূর্তি একসাথে রাখা কখনই উচিত নয়। বাড়িতে একাধিক গণেশ মূর্তি থাকতে পারে কিন্তু তা আলাদা আলাদা জায়গায় রাখবেন। এছাড়া একটি ঠাকুরের সামনে অন্য কোন ঠাকুর রেখে দেবেন না। জ্যোতিষশাস্ত্র মতে, ঈশ্বরের পিঠে দৃষ্টি ভীষণভাবে অশুভ।

ঠাকুর ঘরে যতগুলি দেবদেবীর মূর্তি অথবা ছবি রাখুন না কেন, তাকে পাশাপাশি সাজিয়ে রাখতে হবে। ঠাকুর ঘরে এমন কোন ঠাকুরের ছবি রাখবেন না যিনি যুদ্ধের ভঙ্গিতে রয়েছেন। ঠাকুরের রুদ্রমূর্তি কখনোই হতে পারে না আপনার জন্য। ধ্যানরত অবস্থায় আছেন অথবা শান্ত অবস্থায় আছে এমন কোন ঠাকুরের মূর্তি অথবা ছবি রাখতে পারেন। এমনটা করলেই বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে

ঠাকুর ঘরে মূর্তি প্রতিষ্ঠা করার আগে বাস্তুতন্ত্র মত জেনে নিন। সঠিক তথ্য সংগ্রহ করে ঠাকুরের মূর্তি রাখুন না হলে হতে পারে সমূহ বিপদ।