সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো করলে ৪ টি গ্রহ খু’ব খুশি হ’বে, কুবেরের আশীর্বাদ পাবেন

আগামী ১৮ই ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। এই শিবরাত্রিতে নানান রকম দোষ খন্ডন করা হয়। জ্যোতিষ শাস্ত্রে এই শিবরাত্রি কিছু গুরুত্ব রয়েছে। এই দিন শিবের রুদ্রাভিষেক করে বহু গ্রহের দোষ মুক্ত করা সম্ভব। এই দিনে শিবের পূজা করলে চারটি গ্রহের কু প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমেই আসি রাহুর কথায়। জন্ম ছকে রাহু খারাপ হলে জীবন বরবাদ হয়ে যায়। এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

আবার রাহু মহাদেবের উপাসক। স্বাস্থ্য অনুযায়ী মহা শিবরাত্রিতে যদি নিষিথ কালে জলের মধ্যে দূর্বা ও কুস মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করা যায় তবে রাহুর নানা দোষ কেটে যায়। এর সঙ্গে ১১ বার শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।

ন্যায়ের দেবতা হলেন শনিদেব। সূর্যদেব শনিকে মোটেও পছন্দ করতেন না বাবার কাছ থেকে অবজ্ঞা পেয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন শনি। এদিকে শনির ডাকে খুব খুশি হয়েছিলেন তাই তিনি তাকে বর দেন। মহা শিবরাত্রিতে যদি শিবের মাথায় তিল মিশ্রিত জল অর্পণ করা হয় তবে শনির নানান কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

আরো খবর: চ’ম’কে দিলেন কিয়ারা-সিদ্ধার্থ! বি’য়ে’র কয়েকদিন হতেই প্রে’গ’ন্যা’ন্সি’র খবর নেটিজেনদের মু’খে

শুধু তাই নয় শনির সাড়ে সাতি প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায়। একইভাবে মঙ্গলের অশুভ প্রভাবে যেকোনো মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। ক্যারিয়ার থেকে পারিবারিক জীবন সব ক্ষেত্রেই নানান রকম সমস্যা দেখা দেয় এর থেকে মুক্তি পেতে শিবরাত্রি দিন লাল চন্দন লাল ফুল গুড় ও গঙ্গা জল দিয়ে শিবের পুজো করুন। জব করুন ওম নমঃ ভগবতে রুদ্রায়ো নামো

একইভাবে মহাদেবের মাথায় অবস্থান করেন চন্দ্র তাই এই দিন শিবের পূজা করলে চন্দ্র বিশেষ সন্তুষ্ট হন। যারা মহাদেবের আরাধনা করেন তাদের কখনো চন্দ্রের খারাপ দসায় পড়তে হয় না।

কুষ্টিতে যদি চন্দ্রের অবস্থান ভালো না থাকে তবে মহা শিবরাত্রিতে রুপোর পাত্রে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে সঙ্গে জব করুন ওম শ্রী শ্রী সাহা চন্দ্র মাসী নমোঃ। এভাবেই শিবের পূজা করলে বহু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। জন্ম কুণ্ডলীতে অশুভ গ্রহের প্রভাব থাকলেও তা কাটানো যায়।