সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাচা’রের আ’গে’ই কলকাতা গা’মি একটি ট্রে’ন থে’কে প্রায় ২৫০ টিয়া পাখি উ’দ্ধা’র কর’লো মালদা টা’উন জিআরপি

পাচা'রের আ'গে'ই কলকাতা গা'মি একটি ট্রে'ন থে'কে প্রায় ২৫০ টিয়া পাখি উ'দ্ধা'র কর'লো মালদা টা'উন জিআরপি

মালদা,২০ আগস্ট : আবারো পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে ডাউন কলকাতা গামি যোগবানি এক্সপ্রেস ট্রেনের S 3 কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি।

পুলিশ আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় S 3 কামরার বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে।

প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে১৭৫ টি পাখি উদ্ধার করেছিল। আইসি ভাস্কর প্রধান জানান পাখিগুলি যোগবানি থেকে নিয়ে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।