সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টুডেন্ট ক্রেডিট কার্ড: বেশিরভাগ পড়ুয়ারাই লো’ন না পেয়ে ফিরে আ’স’ছে, কি ব্য’ব’স্থা করবে রাজ্য?

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে একাধিক জনমুখী প্রকল্পের শিলান্যাস করেছেন। এর মধ্যে অন্যতম হলো পড়ুয়াদের জন্য চালু করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে কোনও স্ট্রিমে পড়াশোনা করার জন্য পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। সরকারের তরফ থেকে অন্তত তেমনটাই জানানো হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে রাজ্যের অধিকাংশ পড়ুয়াকেই খালি হাতে ফিরতে হচ্ছে।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল যে এখনও পর্যন্ত ২২ হাজারের কিছু বেশি ছাত্র-ছাত্রী লোন পাওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু এর মধ্যে বেশির ভাগ অনুমতিপত্র এখনো অনুমোদন পায়নি। এর মধ্যে অনেক অনুমতিপত্র বাতিল হয়ে গিয়েছে। নবান্নে তরফ থেকে জানানো হয়েছে যে, ৪৯৩ জন পড়ুয়া এ পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেয়েছেন। ২০৫১৪ জন আবেদনকারীর লোন অনুমোদন করা হয়নি।

১০৩৯ জনের আবেদন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। যদিও আবেদন বাতিল করার কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি। এরমধ্যে আবার বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ সরকারি প্রকল্পের সুবিধা দিতে চাইছে না বলে অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি ব্যাংকগুলিকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। জানানো হয়েছে যে, বেসরকারি ব্যাংক যদি এই প্রকল্পের সুবিধা দিতে না চায় তাহলে ওই ব্যাংক থেকে সরকারি অ্যাকাউন্ট তুলে নেওয়া হবে।

পরিসংখ্যান বলছে, বাঁকুড়া জেলায় ৯৩৪ টি আবেদনের মধ্যে ৮১৩ টি আবেদনপত্রকে অনুমোদন দেওয়া হয়নি। মাত্র ২৯ জন ছাত্রছাত্রী লোন পেয়েছেন সেখানে। আলিপুরদুয়ারেও ১১৮ টি আবেদন জমা পড়েছিল তারমধ্যে লোন পেয়েছে মাত্র ৪৩ জন। বীরভূমের ৬৭ টি আবেদনপত্রের মধ্যে সবটাই এখন ব্যাংকের বিচারাধীন রয়েছে।