সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেদের হাতে ক্ষ’ম’তা তু’লে দিন, ইউক্রেন সেনাকে ই’ঙ্গি’ত’পূ’র্ণ বা’র্তা পুতিনের

ইউক্রেনের বহু সেনা ইতিমধ্যেই রুশ হামলায় নিহত হয়েছেন। ক্রেনের বুকে ক্রমান্বয়ে আছড়ে পড়ছে রাশিয়ার শেল। ইউক্রেনকে রক্ষার আর্জি জানিয়েছেন সেদেশের মানুষ। ইউরোপ এই পরিস্থিতিতে মস্কোকে কোণঠাসা করতে কোমর কষছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক তখনই ইউক্রেনের সেনার প্রতি বার্তা দিলেন। তিনি ইউক্রেনের সেনাকে, ক্ষমতা নিজের হাতে তুলে নিন বলে বার্তা দিয়েছেন।

গোটা ইউরোপ পুতিনকে কোণঠাসা করতে এবার একজোট হয়েছে। পুতিনের সঙ্গে সম্পর্কিত ইউরোপের যাবতীয় সম্পত্তি আপাতত ক্রোক করার বার্তা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।

ইতিমধ্যেই ইউক্রেনের বুকে রাশিয়ার হামলা নিয়ে ইউকে থেকে ফ্রান্স একাধিক হুমকি বার্তা দিয়েছে। তবে তাতেও রাশিয়ার প্রেসিডেন্ট যে কর্ণপাত করেননি, তার প্রমাণ মিলেছে।

আরো পড়ুন: কয়েক বছরেই প্রা’য় ৫০ লক্ষ কর্মসংস্থান হ’বে বাংলায়, বি’রা’ট ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর

শুক্রবার ইউরোপিয় ইউনিয়ন যখন পুতিনকে কোণঠাসা করতে জরুরি পদক্ষেপ নেয়, তখনই পাল্টা রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত ইউক্রেনের সেনাকে অভ্যুত্থানের দিকে উস্কানি দিয়েছেন।

ইউক্রেনের সঙ্গে সমঝোতার রাস্তা হিসাবে রাশিয়া নয়া প্রস্তাব রেখেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সেনা যদি ক্ষমতা হাতে নেয়, তাহলে বোঝাপড়া হতে পারে।

এর আগে চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায়, পুতিন জানিয়েছিলেন যে তাঁর দেশ ইউক্রেনের সঙ্গে সমঝোতার রাস্তায় রাজি। তারপরই এসেছে মস্কোর তরফে এই প্রস্তাব।