সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ক’রো’না’র ভ’য়’ঙ্ক’র রূপ দেখতে হতে পারে বিশ্বকে! আ’শ’ঙ্কা করছেন গবেষকরা

দেশে হঠাৎ করে করোনা বৃদ্ধির অন্যতম কারণ এর নতুন ভেরিয়েন্ট। যা রীতিমতো কাবু করেছে বহু মানুষকে। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মন্দ নয়। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ১১ হাজার টপকে গিয়েছে আক্রান্তের সংখ্যা প্রতিদিন একটু একটু করে উদ্বেগ বাড়ছে উদ্বিগ্ন চিকিৎসকাও।

এই পরিস্থিতিতেই আবার আরও বড় খবর শোনালো লন্ডনের এক স্বাস্থ্য বিষয়ক সংস্থা। তারা জানিয়েছে এই তো সবে শুরু আগামী দশ বছরের মধ্যে আবারো আরেক মারন ভাইরাস গোটা পৃথিবীকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলবে।

এয়ার ফিনিটি লিমিটেড নামের ওই সংস্থা দাবি করেছে আগামী দশকে ভয়াবহ মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষকরা জানিয়েছেন সাধারণ মানুষের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের পরিমাণ অনেকটাই বাড়ছে এছাড়া জনসংখ্যা বাড়ছে।

আরো খবর: হাঁসফাঁস গ’র’মে শ’রী’রে জলের ঘা’ট’তি বুঝবেন কি করে? চিনে নিন লক্ষণ গুলো

আর এই কারণেই ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস ও ছত্রাক ছড়িয়ে পড়ছে। অসুখের বাড় বাড়ন্ত আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু আগাম যখন ভবিষ্যৎবাণী করা গিয়েছে তার কি কোন প্রতিকার নেই? তবে ওই সংস্থা জানিয়েছে নিশ্চয়ই ক্ষতিকারক অনুজীব আবিষ্কার হলেই ১০০ দিনের মধ্যে তার প্রতিষেধক আবিষ্কার করা যেতে পারে।

তারপরে ভয়ংকর অতিমারি ছড়ানোর আশঙ্কা অনেকটাই কমে আসবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভাইরাস খানিকটা বার্ড ফ্লুর মত। যেমন লন্ডনে একদিনে ১৫ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন ঠিক তেমনভাবে এই ভাইরাস যদি ভয়াবহ হয়ে ওঠে তবে শেষের সেদিন ভয়ঙ্কর।