সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বকাপ ২০১১: প্রতি ম্যাচের আ’গে ধোনি-কোহলিদের ‘সে’ক্স’ করতে বলা হয়েছিল, বি’স্ফো’র’ক দাবি

‘২০১১ সালের ২ এপ্রিল’ – দিনটি মনে আছে নিশ্চয়ই! অবশ্য এদিন ভোলার নয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৫০ ওভারের ফরম্যাটে দ্বিতীয়বার টিম ইন্ডিয়া বিশ্বকাপ খেতাব জয় করেছিল সেই দিন। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় ক্রিকেট দল। ১৯৮৩ সালে ‘মেন ইন ব্লু(কপিল দেব)’র প্রথমবার বিশ্বকাপ জয়ের পর এই খেতাব আরও একবার হাতে তুলতে ২৮ বছর সময় লেগেছে ভারতীয় ক্রিকেট টিমের।

তবে এই বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ তথা রাজস্থান রয়্যালস দলের প্রাক্তন কোচ প্যাডি আপটন। শোনা যাচ্ছে, তিনি নাকি ২০১১ ক্রিকেট বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের সে’ক্স করার পরামর্শ দিয়েছিলেন।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন গ্যারি কার্স্টেন এবং মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন আপটন। সম্প্রতি একথা প্রকাশিত হয়েছে তাঁর বই ‘দ্য বেয়ারফুট কোচ’-এ। এ প্রসঙ্গে নিজের বইয়ে আপটন লিখেছেন, ভারতীয় ক্রিকেটারদের এমন পরামর্শ দেওয়ার পরে ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন তার ওপর প্রচন্ড রেগে গিয়েছিলেন। আর পরবর্তীকালে এজন্য প্যাডি আপটনকে ক্ষমাও চাইতে হয়।

আরো পড়ুন: বলিউডে ডেবিউ ক’র’তে চলেছেন মিমি চক্রবর্তী, পরেশ রাওয়ালের সঙ্গে শে’য়া’র করবেন স্ক্রিন

শুধু তাই নয়, তিনি তাঁর বইতে এও লিখেছেন যে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির বিষয়ে তিনি প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের জন্য আলাদা আলাদা নোট তৈরি করেছিলেন। সেই নোটেই সে’ক্স করার উপকারিতা সম্পর্কে বিস্তারিত লেখেন তিনি। ক্রিকেটারদের জন্য তৈরী করা নোটস-এ তিনি মেনশন করেন, “সে’ক্স করলে পারফরম্যান্স আরও উন্নত হওয়া অবশ্যই সম্ভব।”

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই যে বিশ্বকাপ জয় হয় সেকথা অস্বীকার করার উপায় নেই। আপটন মহেন্দ্র সিং ধোনি এবং অনিল কুম্বলের অধিনায়কত্ব নিয়েও গভীর আলোকপাত করেন। তাঁর কথায়, “আমি যখন টিমে আসি, তখন টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে এবং একদিনের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব ঠিক করে নিতাম। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল একেবারে সময় মেনে অনুশীলনে আসা এবং টিম মিটিং অ্যাটেন্ড করা। সকলেই এই ব্যাপারে সহমত পোষণ করেছিলেন। কুম্বলে বলেছিলেন, যে দেরি করে আসবে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তবে ধোনি আরও বড় জরিমানার কথা উল্লেখ করে বলেন যদি কোনো ক্রিকেটার দেরিতে আসে তাহলে দলের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০,০০০ টাকা করে জরিমানা দিতে হবে।