সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিয়ালদহ মেট্রো চা’লু হলে কি হবে অটোগুলোর? আ’শ’ঙ্কা চালকদের

শিয়ালদহ মেট্রো চালু হয়ে গেলে অটো চালকদের কি হবে? এই আশঙ্কা কার্যত দানা বাঁধছে অটোচালকদের মনে। অটো নাকি মেট্রো? যাত্রীরা কোন পরিষেবা বেছে নেবেন? এখন থেকেই কার্যত অটোচালকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।

বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য এই মেট্রো পরিষেবা চালু হলে অটো চালকরা সবথেকে ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে‌‌। নিত্যযাত্রীরা শিয়ালদা থেকে ফুলবাগান অথবা বাইপাসের দিকে যেতে চান তারা ট্রেন থেকে নেমে কায়জার স্ট্রিটের অটোস্ট্যান্ড থেকে অটো ধরে পৌঁছে যাবেন নিজেদের গন্তব্যে।

শিয়ালদা থেকে ফুলবাগানে সাধারণত ১২ টাকা ভাড়া লাগে। বেঙ্গল কেমিক্যাল বা বাইপাসের উপর মনি স্কয়ারে যাওয়ার জন্য ২০ টাকা বা তার থেকে বেশি খরচ করতে হয়।

আরো পড়ুন: Gaana-কে বয়কটের ডা’ক নেটিজেনদের, App-এ মি’লে’ছে “সর তান সে জু’দা” গান

এবার শিয়ালদহ স্টেশন থেকে শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো রেলের মাধ্যমে ফুলবাগান কিংবা বেঙ্গল কেমিকাল যেতে খরচ হবে মাত্র ১০ টাকা। সঙ্গে একাধিক যাত্রী পরিষেবা তো রয়েইছে। এর ফলে অশনি সংকেত দেখছেন অটো চালকরা।

কলকাতায় দক্ষিণ এবং উত্তর শহরতলীতে দৈনন্দিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই রুটে যাতায়াত করেন। মেট্রোর মতো সুবিধা চালু হয়ে গেলে অটোচালকরা অনেক বড় সমস্যার মুখে পড়বেন।