সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উজ্জ্বলার থেকে চুলা অনেক বে’শি ভা’লো, বিজেপিকে দেশছাড়া করলে আ’রো ভালো: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের আগে তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন। ইতিমধ্যেই পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করার পর এদিন পুরুলিয়ায় কর্মিসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সভা থেকে দলীয় কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি মঞ্চ থেকে বারবার বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী বলেন,এই পুরুলিয়ার মানুষকে ভুল বুঝিয়ে ওরা লোকসভা ভোটে জিতেছে, এখন আর দেখা নেই।

বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে ৮০০ টাকা দাম দিয়ে। আর সাধারণ মানুষকে ১ হাজারেরও বেশি টাকা রান্নার গ্যাস কেনার জন্য খরচ করতে হচ্ছে ।

আরো পড়ুন: জ্যোতিষশাস্ত্র হিসেবে ক’র্ম’স্থ’লে বিবাহিতদের প্রতি দু’র্ব’ল’তা থাকে এই ৪ রাশির ছেলে-মেয়েদের

সে প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ৮০০ টাকা দিয়ে গরিব মানুষ গ্যাস কিনতে পারে? তা হলে তো উজ্জ্বলার থেকে চুলাই ভাল। আর যারা এই অত্যাচার করছে তাদের এ বার দেশ করা আরও ভাল। মুখ্যমন্ত্রীর কথায়, ভোট এলে উজ্জ্বলা আর চলে গেলেই ধোকালা।

এদিন মমতা আরও বলেন, হয়তো আমাদের লোকজন কিছু ভুল করেছিল। তাই পুরুলিয়ার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু জেতার পর এমপি-রও দেখা নেই, এমএলএ-দেরও দেখা নেই। সব পালিয়ে গেছে। পলয়ন্তি।