সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হরলিক্স চেটেই মহানায়ক সোহম, ব্রাত্য জিৎ-কোয়েল, ক্ষু’দ্ধ সিনেমাপ্রেমীরা

পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটি অসামরিক রাষ্ট্রীয় সম্মাননা হল বঙ্গভূষণ। সংগীত, নৃত্য, খেলা ইত্যাদি বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিত্বদের তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ-এর তরফে এই বছর ২৫ জুলাই অর্থাৎ চলতি সপ্তাহের শুরুতে সোমবার কলকাতার নজরুল মঞ্চেই ‘বঙ্গ সম্মান’ দেওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

এদিন বিশিষ্ঠ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘বঙ্গভূষণ’, ‘বঙ্গবিভূষণ’ ‘মহানায়ক’ এবং ‘মহানায়িকা’ সম্মান। সেখানেই ‘মহানায়ক’ সম্মানে সোহম চক্রবর্তীকে এবং ‘মহানায়িকা’ সম্মানে অভিনেত্রী নুসরত জাহানকে ভূষিত করা হয়েছে। বিনোদন জগতের সাথে রাজনীতির সম্পর্ক তো বরাবরের। বহুদিন ধরে এর উদাহরণ কমবেশি দেখা গেলেও আজকাল বাংলার শাসক দলে এর ভুরি ভুরি নিদর্শন মেলে।

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সোহম এবং অভিনেত্রী নুসরত অভিনয়ের পাশাপাশি সমানতালে জন প্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন। দুজনেই বেশ কয়েক বছর ধরে রাজ্যের শাসকদলের সাথে জড়িত। আর এ বছর রাজ্য সরকারের তরফে মহানায়ক মহানায়িকা সম্মানে এদের দুজনকে পুরস্কৃত করায় বাংলা সিনেমার দর্শকদের একটা বড় অংশ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।

আরো পড়ুন: মহাসচিব পদই কি উ’ঠে যাবে? বা’ড়’ছে জ’ল্প’না

কারণ তারা দাবি করেছেন যে বাংলার কোনো সিনেমায় এই দুই অভিনেতা অভিনেত্রীর এমন কোনো মনে রাখার মতো অভিনয় নেই যার জন্য তারা মহানায়ক মহানায়িকা পুরস্কার পেতে পারেন। এর সাথে সকলে এও দাবি করেছে যে বাংলা সিনেমা জগতে অনেক যোগ্য অভিনেতা অভিনেত্রী আছে যাদের এই সম্মান পাওয়ার কথা।

এই দুই অযোগ্য অভিনেতা অভিনেত্রীকে মহানায়ক মহা নায়িকার মতো সম্মান দিয়ে আদতে যোগ্যদের অপমান করা হয়েছে বলে দাবি করেছেন নেটিজেনরা। আর সেই সাথে বিষ্ফোরক মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছেন টলিউড অভিনেতা জিৎ এবং কোয়েল ভক্তদের একাংশ। শুধু বাংলা নয়, বাংলাদেশ থেকেও সরব হয়েছেন এনাদের ভক্তরা।

তাদের দাবি বাংলা ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই জিৎ এবং কোয়েল সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে তারা যেহেতু রাজনীতি থেকে শত হস্ত দূরে থাকেন তাই হয়তো আজ তারা এহেন সম্মান থেকে বঞ্চিত হলেন।অনেকে আবার জিৎ-এর বাঙালিআনারও প্রশ্ন তুলেছেন।

তবে জিৎ অবাঙালি হওয়া তার মুখের বাংলা ভাষা আর পাঁচজন বাঙালির মতোই সুমিষ্ট। তবুও জিৎ অবাঙালি বলেই হয়ত তাকে এই সম্মান দেওয়া হয়নি। সবথেকে বড় কথা, জিতের ক্যারিয়ারের দিকে নজর রাখলেই তার অভিনয়ের ঝুলিতে যে কত ভালো ভালো সিনেমা রয়েছে তা দেখা যাবে।

তাই তিনি সত্যিই এমন একটা সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু এই বঙ্গে যোগ্য-র সম্মান কি আর আছে? এসবের মধ্যেই ক্ষোভের বসে এক জিৎ ভক্ত মন্তব্য করেছেন, “ছোটবেলায় হরলিক্স চেটে আর বড় হয়ে চটি চেটেই মহানায়কের সম্মান পেয়ে গেলেন সোহম”।