সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একের পর এক ছবি ফ্লপের খাতায়, বি’র’তি নেবেন না বদল ঘ’টা’বে’ন? কি বলছেন অক্ষয়?

অক্ষয় কুমার (জন্মঃ ৯ সেপ্টেম্বর ১৯৬৭) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তার আসল নাম রাজিব হরি ওম ভাটিয়া। তার অভিনয় জীবন ২৯ বছরের অধিক। তিনি এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, যেমন – রুস্তম (২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং অজনবী (২০০১) ও গরম মসলা (২০০৫) চলচ্চিত্রের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার ইত্যাদি।

এর আগে একটানা ষোলটি ছবি ব্যর্থ হয়েছিল অভিনেতার।তাই দেশ ছেড়ে কানাডায় চলে গিয়েছিলেন অক্ষয় এবং নিয়েছিলেন কানাডার নাগরিকত্ব।‘প্যাডম্যান’-এর মতো ছবিতে চোখ ধাঁধানো অভিনয় করে দর্শকদের মনও জয় করেছিলেন।কিন্তু ধরে রাখতে পারেননি।আবারও একের পর এক ফ্লপ হয় তার সিনেমাগুলো।

২০২২ সালে অক্ষয় অভিনীত সব ছবিই বক্স অফিসে লাভের মুখ দেখেনি। গত বছর মুক্তি পাওয়া ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’-একেবারে মুখ থুবড়ে পড়েছিল।এইবছর ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘সেলফি’ সিনেমাটি। প্রথম দিন তিন দিনে বক্স অফিসে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে ছবিটি।

আরো খবর: পোস্ট অফিসের কোন স্কীমে টা’কা রাখলে আয়করে ছা’ড় পাবেন?

প্রসঙ্গত ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সূর্যবংশী’ ছবিটি শেষ ছবি যেটি বক্স অফিসে ভাল চলেছিল।তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কইফ। এর পর কোনো সাফল্যই হাতে লাগেনি অভিনেতার।

তবে অক্ষয় যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, “ আমার কেরিয়ারে এইরকম প্রথম ঘটছে না। একটা সময় টানা ষোলোটা ছবি ফ্লপ করেছে আমার।আমার আবার নতুন করে শুরু করতে হবে, কারণ দর্শকরা নতুনত্ব চাইছে।”ছবির ব্যর্থতার জন্য দর্শকদের দোষ দিতে নারাজ অভিনেতা।