সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, গরম নিয়ে ব’ড় বা’র্তা দিলো হাওয়া অফিস

আবহাওয়া বিজ্ঞানীরা আগেই আশঙ্কা করেছিলেন এবার এই ফেব্রুয়ারি মাসে মার্চের মতনই তীব্র গরম পরবে। সেই আশঙ্কা সত্যি করে এখন বাংলায় রীতিমতো আগুনের হলকা নেমেছে। জলীয় বাষ্পের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাতাসে ঘটেছে আর্দ্রতার পরিমাণ। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানালো বৃষ্টির পূর্বাভাস।

আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রাতের তাপমাত্রায় হালকা তারতম্য ঘটতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি কাছাকাছি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছেতবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভুগবে কেবলমাত্র উত্তরবঙ্গ। দার্জিলিং জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় শনিবার ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরো খবর: T20 তে ৩৫ বলে ৯৬ রান, এক ওভারেই ৩৪ রান রিয়ানের

স্বাভাবিকের থেকে তা তিন ডিগ্রি বেশি দিনের তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পার্বত্য এলাকায় আগামী তিন চার দিন ব্যাপক বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আগামী কয়েক দিন হালকা বৃষ্টি হতে পারে।

দার্জিলিং ও কালিম্পং জেলায় দু তিন দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার কোনরকম হের ফের হবে না। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলী মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় গরম আরো বাড়বে। গরমে হাঁসফাঁস করতে হবে।