সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

T20 তে ৩৫ বলে ৯৬ রান, এক ওভারেই ৩৪ রান রিয়ানের

রিয়ান পরাগ দাস (জন্ম ১০ নভেম্বর ২০০১)আসামের একজন ক্রিকেটার যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) রাজস্থান রয়্যালস দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। এবার নিজের ব্যাটিং দিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন রিয়াগ।এক ওভারে পাঁচটি ছক্কা ও একটি চার – এর সাহায্যে গুয়াহাটি প্রিমিয়র লিগে রানের পাহাড় খাড়া করলেন রিয়ান পরাগ।

তিনি শেষপর্যন্ত ১২টি ৬ ও ৩টি চারের সাহায্যে ৩৫ বলে ৯৬ রান করে।তার স্ট্রাইক রেট ছিল ২৭৪.২৯। ৯১ ইয়ার্ড ক্লাবের বিরুদ্ধে ৭৮ রানে জয়লাভ করেন রিয়ানের ক্লাব বাড সিসি। প্রসঙ্গত,ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতীয় হিসেবে ৬ বলে ৬টি ৬মারার রেকর্ড রয়েছে যুবরাজ সিং – এর।

২০০৭ সালে সাউথ আফ্রিকায় T২০ ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে ইংল্যান্ডের বিরুদ্ধে( বলার: স্টুয়ার্ট ব্রড) তিনি এই কীর্তি স্থাপন করেন। অপর দিকে টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার যুসপৃত বুমরাহ – র ঝুলিতে রয়েছে ১ ওভারে সর্বোচ্চ রান করার খেতাব।সেই স্টুয়ার্ট ব্রডের তিনি ১ওভারে ৩৫ রান নিয়েছিলেন।

আরো খবর: রাত বাড়তেই কেন কুকুর কাঁদে? পাড়ার মো’ড়ে মো’ড়ে কেন ঘে’উ ঘে’উ করে?

বৃহস্পতিবার গুয়াহাটির জাজেস ফিল্ডে টসে জিতে ব্যাটিং করে বাড সিসি ক্লাব। প্রথম উইকেটের পতন ঘটলে রিয়ান ব্যাট করতে নামেন।কার্যত মাঠে ঝড় তুলে দেন তিনি।ইনিংসের ১৪ তম ওভারে রিয়ান ৩৪ রান তোলেন। রাজেন্দ্র সিংয়ের ওভারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে ওভার বাউন্ডারি মারেন রিয়ান।

পঞ্চম বলে হয় চার,ষষ্ঠ আবার ছক্কা। মোট ৩৪ রান ওঠে এক ওভারে। রিয়ানের আউটের পরে রানের গতি কিছুটা কমলেও ২০ ওভারে স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৩৩ রান। বদলে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৫ রানে অল-আউট হয়ে যায় ৯১ ইয়ার্ড ক্লাব।