সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত বাড়তেই কেন কুকুর কাঁদে? পাড়ার মো’ড়ে মো’ড়ে কেন ঘে’উ ঘে’উ করে?

কুকুরের রাতে কাঁদা বা আর্ত চিৎকারের কারণ ব্যাখ্যা করতে প্রচলিত রয়েছে নানা কুসংস্কার!যা মানতে নারাজ বিজ্ঞানীরা।তবে এখনো কিছু মানুষ সেইসব অন্ধ বিশ্বাসকে আঁকড়ে ধরে রয়েছেন।যেমন –

১. অনেকের বিশ্বাস, মাঝারতে কুকুরের কান্না বা ডাক অশুভ বার্তা বয়ে আনে!এমনকি নিকট জনের মৃত্যুর সংকেত হিসেবেও ধরা হয়।

২.জ্যোতিষশাস্ত্র মতে আশপাশে কোনো অশরীরী আত্মার উপস্থিতি টের পেয়েই কুকুর কাদে।

আবার অনেকের মতে কুকুরের কাঁদার কারণ ভিন্ন। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে কুকুর রাতে কেঁদে ওঠে।পুরনো এলাকা ছেড়ে নতুন কোনো এলাকায় গেলে।

আরো খবর: আন্দামান নিকোবরের আকাশে র’হ’স্য’ম’য় উড়ন্ত বস্তু, চা’ঞ্চ’ল্য

কোনো বন্ধু কুকুরের মৃত্যু ঘটলে বা বিচ্ছিন্ন হয়ে গেলে,কোথাও আঘাত পেলে, অস্বাভাবিক কিছু দেখলে বাকি কুকুরদের সজাগ করতে ,নিজের এলাকায় রাতে অপরিচিত ব্যাক্তিকে দেখলে কুকুর রাতে ডাকে। অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে কুকুর।

তবে বৈজ্ঞানিকদের মতে, রাতে কুকুরের কাঁদা প্রকৃতপক্ষে ওদের ডাক। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেই রাতে এভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছানোর চেষ্টা করে কুকুর।