সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি ক’রে বু’ঝ’বেন আ’ধা’র কা’র্ডে’র ন’ম্ব’র ঠিক না ভুল? যা’চা’ই ক’রা’র পরা’মর্শ দিল uidai

কি করে বুঝবেন আধার কার্ডের নম্বর ঠিক না ভুল? যাচাই করার পরামর্শ দিল uidai

আধার কার্ডের নম্বর ঠিক না ভুল তা যাচাই করার উপায় নির্ধারণ করে দেওয়া হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি রুখতেই কার্যত এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আধার আইডি গ্রহণ করার আগে তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। resident.uidai.gov.in/verify ওয়েবসাইটে ক্লিক করে মাত্র দুটি ধাপে আধার ভেরিফিকেশন করা সম্ভব। এই ওয়েবসাইট থেকেই জেনে নেওয়া যাবে আধার কার্ড আসল না নকল।

এজন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইট এ ক্লিক করুন। ওয়েবসাইটে ঢুকে সেখানে ১২ ডিজিটের নম্বরটি দিন। এরপর সিকিউরিটি কোড বা ক্যাপচা দিন। তারপরে ‘প্রোসিড টু ভেরিফাই’-এ ক্লিক করুন। তাহলেই আধারকার্ড নকল না আসল তা স্ক্রিনে ভেসে উঠবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে ১২ ডিজিটের কোনো নম্বর মানেই যে সেটা আধার হবে, এমনটা নাও হতে পারে।

তাই প্রতিবার আধার কার্ড গ্রহণ করার আগে সেই আধার কার্ডের সত্যতা যাচাই করে নেওয়া উচিত। আধার কার্ড জাল কিনা তা জানার জন্য সরাসরি ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়ার দেওয়া লিঙ্কে যান। এরপর নির্দিষ্ট স্থানে ১২ সংখ্যার আধার নম্বরটা লিখে দিন। ক্যাপচা পূরণ করার পর ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই করার পরে জানতে পারবেন আপনার আধার নম্বরটি সঠিক কিনা। mAadhaar App এর মাধ্যমেও আধার কার্ড যাচাই করতে পারবেন।