সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Apple বি’ক্রি করছে ৫ হাজার টা’কা দামের জলের বোতল, কি কি ফিচার রয়েছে জানুন

বিশ্বের সব থেকে দামি কোম্পানি গুলির মধ্যে অন্যতম হল অ্যাপেল।এই কোম্পানির ফোন এর দাম যেন আকাশ ছুই ছুই।কোম্পানির ল্যাপটপ ও ফোন যেমন উন্নতমানের তেমন দাম ও উচ্চ একথা নিরসন্দেহে বলা যায়।

তবে শুধু ল্যাপটপ ও ফোন এরই নয় ,অ্যাপলের তৈরি রুমালের একসময় প্রচলন সৃষ্টি হয়।রুমালটির দাম ছিল ১৯০০ টাকা।ডিভাইস ও গাজেট মোছার কাজে ব্যবহিত করা হত।রুমাল টির ডিমান্ড এত বেশি ছিল যে, খুব শিগ্রই এর স্টক শেষ হয়ে যায়।

এবার অ্যাপেল কোম্পানি বিক্রি করতে চলেছে ওয়াটার বতল।এর নির্মাণ সংস্থা অন্য হলেও জানা যায় অ্যাপেল কোম্পানি এই প্রোডাক্ট এর বিক্রির দায়িত্ব নিয়েছে।যে সংস্থা এই বোতল তৈরি করবে তার নাম হাইদ্রেড স্পার্ক।

আরো পড়ুন: দুজনকে অঙ্গদান করে বাঁ’চি’য়ে ৬ বছর বয়সেই চ’লে গে’লো পুঁচকে মেয়ে

বোতলটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে যার দাম ৫৯.৯৫ ডলার অর্থাৎ ভারতীয় টাকার ৪৬০০ টাকা।এই স্মার্ট বোতলের বিশেষত্ব হল কখন মানুষের জলের প্রয়োজন আছে তা বোতলে লাগানো সেন্সর বলে দিবে।

এই বোতলের সাথে অ্যাপেল হেল্‌থ ফিচার অ্যাপ লাগানো আছে।হাইদ্রেড স্পার্ক এখন পর্যন্ত দুটি স্মার্ট বোতল লঞ্চ করেছে। দ্বিতীয়টির দাম প্রথমটির তুলনায় বেশি।

দ্বিতীয় বোতলটিতে ভ্যাকিউম ইন্সুলেটেড ফিচারস রয়েছে যা বোতলের জলকে ঠাণ্ডা রাখে।এছাড়াও বোতলগুলিতে জল খাওয়ার সাথে অন্যান্য বিষয়ে খেয়াল রাখতে পারবে গ্রাহকেরা।