সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মোচা” রুদ্র’মূ’র্তি ধারণ করে ধে’য়ে আসছে! তবে কি আগামী মাসেই আ’ছ’ড়ে পড়বে?

আমফান ইয়াস ফনির মতন ঘূর্ণিঝড়ের রেশ এখনো কাটেনি। সেই বিপর্যয়ের ভয়াবহ দিনগুলোর কথা আজও মনে রেখেছে বঙ্গবাসী এবার আরো একটা ভয়ের খবর আসতে চলেছে নতুন ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম মোচা। বিষুব রেখার উপরে সোমাত্রা সাগর অথবা আন্দামান সাগরের উপরে এই বিশাল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

এই ঘূর্ণিঝড় এমন শক্তি সঞ্চয় করে এগিয়ে আসবে যা রীতিমতো টর্নেডোর আকার ধারণ করবে। যদিও এখনো এর গতিবেগ সম্পর্কে কিছু জানা যাচ্ছে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

এই ঝড় কোথায় অবস্থান করবে কিংবা এর গতিপথ কেমন হবে সেটা এখনো পর্যন্ত বলা সম্ভব নয় তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

আরো খবর: বিলুপ্তপ্রায় এই পাখিকে বাঁ’চা’তে নিজেরাই পাখির বেশে ঘুরে বে’ড়া’ন কর্মীরা, জানুন কা’হি’নী

একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। অন্যান্য ঝড়ে তান্ডবে পর্যুদাস্ত হয়েছে বঙ্গবাসী। নতুন করে এই ঘূর্ণিঝড়ের কোন প্রভাব পড়বে কিনা তা এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে গত কয়েকদিন তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। একই রকম ভাবেই বাংলাদেশের দিকে চোখ দিলেই দেখা যায় সেখানেও প্রবল তাপমাত্রায় নাকানি-চুবানি খেতে হচ্ছিল।

বৃহস্পতিবার ঢাকায় যদিও স্বস্তির বৃষ্টি আসে। রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ এবং সিলেটে হয়েছে বৃষ্টিপাত। ঈদের পরপরই বৃষ্টির দিকে তাকিয়ে ছিল বঙ্গবাসী। সেই মতো দক্ষিণবঙ্গ এবং পূর্ববঙ্গে স্বস্তি মতন বৃষ্টিপাত হয়েছে। এখন দেখার ঘূর্ণিঝড় এসে কতটা প্রভাব ফেলে ২ বাংলায়।