সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফাইনালে ভারতের বিস্ময় বালক ডিংয়ের কা’ছে হে’রে গেলেন

মেল্টওয়্যার চ্যাম্পিয়ন্স চেজ ট্যুরের ফাইনাল হেরে গেল ভারতের ১৬ বছরের বিস্ময় কিশোর প্রজ্ঞানানন্দন রমেশবাবু। সে খেলার একেবারে শেষ পর্যায়ে এসে দ্বিতীয় স্থানে থাকা চীনের ডিং লিরেনের কাছে হেরে যায়।

একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরেই বিশ্বের দু’নম্বর চিনা তারকার বিরুদ্ধে প্রজ্ঞা খেলতে বসেছিল। প্রথম সেটে হেরে গেলেও, দ্বিতীয় সেটে কামব্যাক করেছিল প্রজ্ঞা। তবে শেষ পর্যন্ত ২.৫-১.৫ ফলে ম্যাচ জিতে নেন চিনের দাবাড়ু। একইসঙ্গে আরও দুটি সেট টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয়ে যান ডিং লিরেন।

কয়েকদিন আগে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ডিং উঠেছিলেন ফাইনালে। অবশ্য চলতি বছর ফেব্রুয়ারির পরে এই প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে কার্লসেনকে হারিয়ে সকলকে চমকে দেয় প্রজ্ঞা।

আরো পড়ুন: বাংলা জু’ড়ে ভা’রী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বাড়তে পা’রে আর্দ্রতাজনিত অস্ব’স্তি

সেই সাথে অন্য সেমিফাইনালে ভারতীয় দাবাড়ু প্রতিযোগিতায় আগাগোড়া অপরাজিত থাকা ডাচ তারকা অনীশ গিরিকেও হারায়। তবে চিনের মহাতারকার সঙ্গে এই দফায় প্রজ্ঞা তার পারফরম্যান্স ধরে রাখতে পারল না।

প্রথম ম্যাচটিতে ডিং এর জয় হয়। কিন্তু এখানেও ১৬ বছরের দাবাড়ু পাল্টা লড়াই চালায়। দু’টি বোড়ে অতিরিক্ত থাকায় প্রজ্ঞার চাপে শেষপর্যন্ত হার স্বীকার করে নেন বিশ্বের দু’নম্বর তারকা।

তবে তৃতীয় গেমে ডিং ২-১ ব্যবধানে এগিয়ে যায় চিনা দাবাড়ু। এরপর টাইব্রেকারে ম্যাচ জিতে প্রথমবার চ্যাম্পিয়ন হন দ্বিতীয় স্থানে থাকা ২৯ বছরের এই চিনা দাবাড়ু।