সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত্রিপুরা বিজেপির, তৃণমূলের আ’স’ন এ’ক’টি, বামেরা ভ্যা’নি’শ

ত্রিপুরাতেও বিজেপি ম্যাজিক অব্যাহত!! গত ২৫ শে নভেম্বর হয়েছিল আগরতলা পৌরসভা নির্বাচন, আর আজ তার ভোট গণনা। ফলত চূড়ান্ত উত্তাল হয়ে রয়েছে ত্রিপুরা, সেটি বোঝাই যাচ্ছে। তবে সকাল থেকেই বিজেপি ম্যাজিক চলছেই, এমনকি তৃণমূলের সামনে সিপিএমও ধরাশায়ী। যদিও মোট ৩৩৪ টি ওয়ার্ডের মধ্যে ১১২ টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি, কারণ তাতে প্রার্থী দিতে পারেনি তৃণমূল।

তাছাড়াও খোয়াইয়ে পুর পরিষদে ১৫ টি আসনের মধ্যে ১৫ টি আসন বিজেপির দখলে। তবে সেখানে মোট আটটি আসনে নির্বাচন হয়, কারণ বাকি সাতটি আসনে বিরোধী প্রার্থী ছিলনা, তার ফলে খুব সহজেই সেই সাতটি আসন বিজেপির খাতায় চলে যায় এবং বাকি আটটি আসনে নির্বাচন হলেও ফলাফল বিজেপির পক্ষেই যায়।

তবে ত্রিপুরার নির্বাচনকে ঘিরে প্রচুর অভিযোগ উঠে, তবে সেই সমস্ত অভিযোগ বিজেপি খারিজ করে দেয়। তবে ভোট পরবর্তী সময়ে ধরনায়ও বসে ছিল সিপিএম-তৃণমূল, তাদের দাবি ছিল পুনরায় ভোট করানোরও। এমনকি তৃণমূল হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিমকোর্টে পর্যন্ত যাবে।

সব মিলিয়ে ভোট নিয়ে যথেষ্ট উত্তাল ছিল ত্রিপুরা, সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল ত্রিপুরা নাম। তবে আজ ভোট গণনায় বিজেপি নিজের বিজয় পতাকা ওড়ালো। তবে এ সমস্ত কিছুর মাঝে তৃণমূল একটি মাত্র ওর্য়াডে জয়ী হয়ে তার খাতা খুলতে সক্ষম হয়েছে, অপরদিকে সিপিএমের অবস্থা পুরোটাই ভরাডুবি।