সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্ঘ’ট’না’গ্র’স্ত বিকানের এক্সপ্রেস থেকে পা’ও’য়া মাছ খে’য়ে অনেকেই অসুস্থ! আ’ত’ঙ্কে ময়নাগুড়িবাসী

ময়নাগুড়ির দোমহানি এলাকাতে লাইনচ্যুত হয়ে যায় বিকানের এক্সপ্রেস। এই ঘটনার ভয়াবহতা আজও ওই এলাকার বাসিন্দাদের তারা করে নিয়ে বেড়াচ্ছে। রাতের ঘুম উড়ে গেছে তাদের। ভুতের আতঙ্কে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন তারা। রাত বাড়লেই ওই এলাকা থেকে বিভিন্ন রকমের শব্দ শোনা যাচ্ছে। আচমকা বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন ওই এলাকাতে।

ওই এলাকাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণে নয় জনের মৃত্যু হয়েছে। ওই এলাকাতে ভয়ানক ভুতুড়ে কান্ড কারখানা চলছে বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরায় বেশ কিছু তাজা মাছ পেয়েছিলেন এলাকার বাসিন্দারা। বহু মহিলা সেই মাছ নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। তাদের মনে ধারণা জন্মেছে ওই মাছ খাওয়ার পর তাদেরকে ভুতে ধরেছে। যে কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন।

এলাকার বাসিন্দারা দাবি করছেন সন্ধ্যা নামলেই ওই দুর্ঘটনাস্থল থেকে নানারকম শব্দ ভেসে আসছে। তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকাতে। ভূত ভাগাতে এলাকাতে কীর্তনের বন্দোবস্ত করা হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ওই এলাকাতে বিশেষ সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। পুলিশ প্রশাসন এবং বিজ্ঞান মঞ্চের তরফ থেকে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। তবু এলাকাবাসীর মন থেকে ভূতের ভয় দূর করা যাচ্ছে না।

বিজ্ঞান মঞ্চের সদস্যরা সাধারণ মানুষের মনের ভয় দূর করার চেষ্টা করছেন। তারা জানাচ্ছেন সবটাই মানুষের মনের ভুল। তারা মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য কিছুদিন আগে উত্তর 24 পরগনা দেগঙ্গাতেও ভূতের ভয় ছড়িয়ে পড়েছিল। ওই এলাকার একটি পরিত্যক্ত সেনাছাউনিকে কেন্দ্র করে নানা রটনা রটেছিল।