সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভু’য়ো রিভিউ রু’খ’তে ক’ড়া পদক্ষেপ কেন্দ্রের! বৈঠক Amazon-Flipkart-এর স’ঙ্গে

বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় ই-কমার্শিয়াল সাইট দুটি হল আমাজন ও ফ্লিপকার্ট। কিন্তু এদের জনপ্রিয়তা যতই বেড়ে চলেছে ততই যেন, কোন না কোনভাবে ফেক রিভিউয়ারের সংখ্যাও বেড়ে চলেছে দ্বিগুণ গতিতে।

এবার সেই কারণেই অনলাইনে জিনিস কেনার আগে গ্রাহকদের বিভ্রান্ত করাটা বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেই নিয়ে বৈঠক বসেছে ইতিমধ্যেই।

ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স (DoCA) ও অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) আধিকারিকরা নাকি আজ শুক্রবার এই তাদের গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে বসবেন। আর সেই বৈঠকেই নাকি সিদ্ধান্ত নেওয়া হবে বিভিন্ন বিষয়ে।

আরো পড়ুন: টিকিট কা’টা’র জন্য স্বামীর স’ঙ্গে অ’শা’ন্তি, কোটি টাকা পুরস্কার জিতে তা’ক লাগালেন সেই মহিলা

জানা গেছে, কনসিউমার অ্যাফেয়ার্স মন্ত্রক, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফ থেকে, ভুয়ো রিভিউ বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে কোনোভাবেই গ্রাহকেরা বিভ্রান্তির মধ্যে না পড়ে, সেই সমস্ত দিক বিচার করা হবে।

আজকের যে বৈঠক হবে সেখানে উপস্থিত থাকবে বিভিন্ন শীর্ষ আধিকারিকরা তার মধ্যে অন্যতম Tata Sons, Reliance Retail ছাড়াও অন্যান্য ই-কমার্স সাইট গুলোর আইনজীবী, FICCI, CII, ভোক্তা অধিকার কর্মীরাও।

এছাড়া স্টক হোল্ডারদের উদ্দেশ্যেও চিঠি পাঠানো হয়েছে। অবশ্য ইউরোপেও এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । গত ২০ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে ইউরোপীয় কমিশন মোট ২২৩ টি বড় অনলাইন প্ল্যাটফর্মের রিভিউ পর্যবেক্ষণর সিদ্ধান্ত নিয়েছিল।