সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টানা ১৮ দিন ধ’রে ট্রাক অ’ব’রো’ধ, অচলাবস্থা কানাডা জু’ড়ে, জ’রু’রি অবস্থা জা’রি ট্রুডোর

কানাডার একাংশ এই মহামারী নিয়ে সরকারি করাকরি মেনে নিতে নারাজ। তাই বিগত 18 দিন ধরে রাস্তায় ট্রাক নামিয়ে কার্যত জনজীবন স্তব্ধ করে দিয়েছে কানাডায় ট্রাকচালকদের একাংশ। এমতাবস্থায় কিছুটা বাধ্য হয়ে এক মাসের জন্য দেশে জরুরি অবস্থা জারি করে দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এ বিষয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা অবৈধ এবং বিপজ্জনক কার্যকলাপ চলতি কিছুতেই পারি না তাই এই পদক্ষেপ নিতে হয়েছে আমাদের। এর আগে কানাডা জুড়ে এমন একটি জরুরি অবস্থা জারি হয়েছিল ১৯৮৮ সালে। ৩৪ বছর পর আরও একবার দেশজুড়ে একই অবস্থা জারি করলেন প্রধানমন্ত্রী ট্রুডো।

প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী, এই ট্রাক অবরোধের ফলে কানাডার ভাবমূর্তি নষ্ট হচ্ছে সকলের কাছে। এই পরিস্থিতিতে গোটা ট্রাকচালকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কানাডা সরকার।

আরো পড়ুন: চিপসের খালি প্যা’কে’ট ফা’টি’য়ে শাড়ি, তরুণীর অ’দ্ভু’ত ভিডিও নজর কা’ড়’লো সকলের

প্রসঙ্গত, ট্রাকচালকদের জন্য টিকাকরণ বাধ্যতামূলক করতে না করতেই এই বিক্ষোভ শুরু হয়েছিল ট্রাক চালকদের পক্ষ থেকে। রাজধানীর রাস্তা অচল করে দিনরাত হন এবং সাইরেন বাজিয়ে চলেছেন ট্রাক চালকরা। টিকা এবং লকডাউন কে বিরোধিতা করে লক্ষ্য লক্ষ্য ট্রাকচালক এইভাবে রাস্তায় নেমে পড়েছিলেন। বিক্ষোভকারীরা কানাডার পার্লামেন্ট ভবনের পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বেশ কিছুদিন ধরে।

আরো পড়ুন: তবে কি সত্যি সত্যিই গরুর পেট থেকে বে’র হ’লো সোনা! দাম উ’ঠ’লো ৫০ হাজার টা’কা, হৈচৈ এলাকাজুড়ে

এই পরিস্থিতিতে বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী তার পুরো পরিবার ছেড়ে অজানা স্থানে চলে গিয়েছিলেন। কিন্তু এবার বিক্ষোভ দমন করার জন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলেন তিনি। প্রধানমন্ত্রী এও জানিয়েছেন, বিক্ষোভকারীদের সাহায্য করতে যদি কেউ এগিয়ে আসে তাহলে তাদেরকেও গ্রেফতার করা হবে।