সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোবাইলের থেকেও কমদামে ল্যাপটপ পাওয়া যা’চ্ছে Amazon-এ, দেরি করলেই চ’র’ম মি’স!

অফিসের কাজ হোক বা অনলাইন ক্লাস, সবেতেই দরকার ল্যাপটপের। কিন্তু তার দাম এতটাই বেশি যে তা কেনার সখ থাকলেও সাধ্য হয়ে ওঠে না সবসময়। আজকের প্রতিবেদনে সেই সব গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি অ্যামাজন হাজির হয়েছে দুর্দান্ত সব অফার নিয়ে। 79,000 টাকার HP ল্যাপটপে 87 শতাংশ ছাড় দেওয়াতে ল্যাপটপ টির দাম দাঁড়িয়েছে 10,999 টাকায়। এই দুর্দান্ত সুযোগ হাতছাড়া করার কোনো কি কারণ আছে! চলুন তবে দেখে নেওয়া যাক কী ভাবে পাওয়া যাবে এই অফারের সুবিধা।

Price : HP Chromebook 11A G6 EE HD Chromebook-এর দাম 79,000 টাকা। এই ল্যাপটপে রয়েছে 11 ইঞ্চি HD ডিসপ্লে। তবে জানা যাচ্ছে এই ল্যাপটপে Windows – এর পরিবর্তে Google – এর Chrome OS অপারেটিং সিস্টেম চলবে। 87 শতাংশ ডিসকাউন্ট দিয়ে 10,999 টাকায় এই প্রোডাক্ট আপনি কিনতে পারবেন ঠিকই তবে সেটি নতুন নয়, অ্যামাজন বিক্রি করছে রিনিউড প্রোডাক্ট।

Features : ডুয়াল টোন ফিনিশে এই ল্যাপটপ কেনা যাবে।ল্যাপটপের 11.6 ইঞ্চি HD ডিসপ্লের উপরে অ্যান্টি গ্লেয়ার কোটিং রয়েছে। ল্যাপটপের ভিতরে AMD A4-9120C প্রসেসর রয়েছে। সঙ্গে রয়েছে 4 GB DDR4 2666 SDRAM এবং 16 GB eMMC স্টোরেজ। ওয়্যারলেস কানেক্টিভিটির কারণে এই ল্যাপটপে WiFi ও Bluetooth 4.2-র সুবিধাও পেয়ে যাবেন।

আরো খবর: ঝো’ড়ো ব্যাটিং শুরু করলো শীত! জেলায় জেলায় তাপমাত্রার পা’র’দ অনেকটা নি’চে

Offer : সহজ ইনস্টলমেন্ট পদ্ধতিতে এই ল্যাপটপ কেনা যাবে। অবিশ্বাস্য অফারে EMI শুরু হচ্ছে মাত্র 526 টাকা থেকে। সেই সাথে ব্যাঙ্ক অফারও থাকছে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ল্যাপটপ অর্ডার করলে 250 টাকা ক্যাশব্যাক মিলবে বলেও শোনা যাচ্ছে।

Warranty : রিনিউড প্রোডাক্ট হওয়া সত্ত্বেও Amazon থেকে যদি আপনি এই ল্যাপটপ অর্ডার করেন তাহলে 6 মাসের ওয়্যারিন্টিও পাবেন।

Renewed Product সম্বন্ধে ধারণা : রিনিউড প্রোডাক্টগুলি কোম্পানির সার্টিফায়েড ইঞ্জিনিয়াররা সম্পূর্ণ পরীক্ষা করে তবেই মার্কেটে পাবলিশ করেন। এই ধরনের প্রোডাক্টে খুব একটা দাগ ছোপ থাকে না। প্রায় সব রিনিউড প্রোডাক্টে 6 মাসের ওয়্যারিন্টি পাওয়া যায়।