সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তবে কি সত্যি সত্যিই গরুর পেট থেকে বে’র হ’লো সোনা! দাম উ’ঠ’লো ৫০ হাজার টা’কা, হৈচৈ এলাকাজুড়ে

মুরগির পেট থেকে সোনার ডিম যে পাওয়া যায় তা বোধহয় আমরা সকলেই জানি কিন্তু এবার গরুর পেটে পাওয়া গেলো সোনা। যদিও গরুর দুধে সোনা আমার কথা অনেক আগেই দাবি করেছিলেন রাজ্য বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ। সেই দাবি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়াতে।

কিন্তু এবার যা ঘটে গেল তা দিলীপ ঘোষের বক্তব্য আরও একবার প্রমাণিত করে দিল সত্যি। দেগঙ্গার গোবর্ধনপুর এলাকায় গরুর মূত্র এবং গোবরে পাওয়া গেল সোনালী রঙের পাথর। ঘটনা রীতিমতো হইচই পড়ে গেছে গোটা এলাকায়। গোবর্ধনপুর এলাকার এক বাসিন্দা দীর্ঘদিন ধরে গরু পালন করেন।

কিন্তু হঠাৎ করে আচমকা গত রাতে তিনি লক্ষ্য করেন, গরুর মূত্র এবং গোবরের সাথে বেরিয়ে আসে একটি সোনালি রঙের পাথর। স্বাভাবিকভাবে তিনি অবাক হয়ে যান এ ঘটনায়।

ঘটনাটি আশেপাশের প্রতিবেশীদের জানালে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত হন ওই গরু ব্যবসায়ীর বাড়িতে।

আরো পড়ুন: যুদ্ধ ম’নে হয় লেগেই গে’লো! ভারতীয়দের ইউক্রেন ছাড়ার প’রা’ম’র্শ কেন্দ্রীয় সরকারের

তিনি দেখে সোনালী রঙের পাথর গুলি কিনতে চান। ৫০ হাজার টাকার বিনিময়ে ওই ব্যক্তি সামান্য পাথর জানতে চাইবেন না তা বেশ বুঝতে পেরেছিলেন এলাকার লোকেরা। কিন্ত সোনালী পাথরগুলি কি আদৌ সোনা? সেটা কিন্তু জানা একেবারেই সম্ভব হয়নি।
যদিও ওই ব্যক্তিকে সোনালী পাথরগুলি বেঁচে দেননি গরু ব্যবসায়ী। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তিবাদী মঞ্চ দাবি করেছে, পাথরগুলি হতে পারে গলব্লাডার স্টোন। মানুষের যেমন গলব্লাডার স্টোন হয়, ঠিক তেমনই গবাদিপশুর পেটে পাথর হতে পারে। যুক্তিবাদী মঞ্চের মতে, গরুর পেট থেকে শোনা পাওয়ার ব্যাপারটি রীতিমতো অবাস্তব একটি ঘটনা ছাড়া অন্য কিছু নয়।