সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এপ্রিল মাস থেকে রেশন পাওয়ার নি’য়’ম ব’দ’লে যাচ্ছে! কত কে’জি করে পাবেন খাদ্যশস্য?

প্রত্যেক মাসে রেশন কার্ডধারীদের রেশন দেওয়া হয়। রেশন কার্ডে বিভিন্ন ক্যাটাগরি থাকে, যার কারণেই একজন এক এক রকম খাদ্যশস্য পান। এবার খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এপ্রিল মাস থেকে কোন কোন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে।

এর আগে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে রেশন কার্ডে কতটা খাদ্যশস্য কোন কোন ক্যাটাগরিকে দেওয়া হবে । এবার আসুন জেনে নিই আগামী মাসে আপনি আপনার কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন। এই প্রতিবেদন দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রত্যেক ক্রেতা নিজেদের সচেতনতা বজায় রাখেন।

যারা অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ডের(AAY), অন্তর্ভুক্ত পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা গম পাবেন এছাড়া সরকারের উপভোক্তাকে ১৩ টাকা ৫০ পয়সা কেজি ধরে এক কেজি চিনি দেয়া হবে

আরো খবর: নি’য়ো’গ দু’র্নী’তির তদন্তের ক’র্তা স্বেচ্ছাবসর চাইছেন! বিচারপতির কো’র্টে বল ঠেললো CBI

অগ্রাধিকার প্রাপ্ত(PHH) রেশন কার্ডের অন্তর্ভুক্ত যারা তারা পাবেন মাথাপিছু ২১ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা দু কেজি গম।

যারা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডের(SPHH) অন্তর্ভুক্ত তারা PHH এবং SPHH রেশন কার্ডের মতোই খাদ্যশস্য পাবে।

RKSY1 রেশন কার্ড, এই কার্ডে শুধুমাত্র ৫ কেজি চাল পাওয়া যাবে.

RKSY2 রেশন কার্ডে পাওয়া যাবে মাত্র ২ কেজি চাল.