সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন ঠান্ডা হয় বরফ? কেন গরম হয় চা-কফি? অনুভূতির রহস্যভেদে নোবেল পা’চ্ছে’ন দুই বিজ্ঞানী

ঠান্ডা গরমের অনুভূতি কিংবা যন্ত্রণার অনুভূতি, ত্বক থেকে মস্তিষ্কে কিভাবে বার্তা নিয়ে যায় সেই নিয়ে এবার রহস্য ভেদ করে ফেলে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন বিজ্ঞানী। মার্কিন গবেষকদের ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপুটিয়ান।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবীর জুলিয়াস এবং ক্যালিফোর্নিয়া স্ক্রিপ্ট রিসার্চ ইনস্টিটিউটের সেল বায়োলজি হলেন আর্ডেম পাটাপুটিয়ান। নোবেল কমিটির বিচারকমণ্ডলী সোমবার এই দুই পুরস্কার বিজেতার নাম ঘোষণা করেছে।

শরীরের বহিরঙ্গন তরঙ্গের মধ্যে যে যোগাযোগ ঘটে তার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। কোন স্নায়ু কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করে তা এতদিনে স্পষ্ট হলো। ফরাসি দার্শনিক রেনে দেকার্ত এর আগে প্রশ্ন তুলেছিলেন কোন একটি বস্তু গরম না ঠাণ্ডা তা কিভাবে নির্ধারণ করা হয়?

জুলিয়াস এবং আর্ডেম ঠান্ডা গরম কিংবা যন্ত্রণার অনুভূতির জন্য দায়ী স্নায়ুটিকে চিহ্নিত করেছেন। বিজ্ঞানীদের দাবি এই গবেষণা কার্যত স্নায়ু চিকিৎসায় এক নতুন দিক উন্মোচন করেছে।