সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বুস্টার ডো’জ হিসেবে স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন পা’চ্ছে ন্যা’জা’ল ভ্যা’ক’সি’ন

অনুমান এবার সত্যি হলো, ইতিমধ্যেই করোনার বাড়ন্ত চীনে দেখা দিয়েছে। তাই অতীতের করোনার পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে ভারত । চীনের করোনা পরিস্থিতি দেখে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মনে করা হচ্ছিল হয়তো বুস্টার ডোজ হিসেবে ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারত।

কিন্তু সেই অনুমানের ২৪ ঘন্টা না কাটতেই ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিল ভারতীয় স্বাস্হ্য মন্ত্রক। জানা যাচ্ছে ভারত বায়োটেকের তৈরির ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে। আজ শুক্রবার সকালেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

কোনোভাবেই আর দেরি করতে চাইছে না কেন্দ্রীয় সরকার, তাই আজ থেকে শুরু করা হবে ভ্যাকসিনেশন।প্রথমে এই ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে বলে জানা গেছে। ঠিক আগের মতই কো উইন অ্যাপের মাধ্যমে মিলবে বুস্টার ডোজ এর সুবিধা।

আরো খবর: কানাডা-আমেরিকা জু’ড়ে “বম্ব-সাইক্লোন”, তুষার ঝ’ড়ে জনজীবন বি’প’র্য’স্ত

বিশেষজ্ঞরা মনে করছে করোনার যে স্টেইন ভারতে রয়েছে , তার দাপট কমানোর জন্য এই বুস্টার-ডোজ সক্ষম। আমরা সবাই জানি ভারত বায়োটেক এর আগে কোভ্যাকসিন তৈরি করেছিল। যেটা কিনা বিশ্ব দরবারে সবুজ সংকেত পেয়েছিল। এবার সেই সংস্থাই ন্যাজাল ভ্যাকসিন নিয়ে এসেছে।

১৮ বছরের বেশি বয়সীরা এই বুস্টার ডোজ নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। মোট কথা সূচ বিহীন টিকা নেওয়া যাবে এর মাধ্যমে। সংসার তরফ থেকে দাবী করা হয়েছে নাকের ভেতর দিয়ে ফুসফুসে ভাইরাসের গতি রোধ করবে এই ভ্যাকসিন।