Home টেক নিউজ ছোট পাথরের ম’তো দেখতে কম্পিউটার নিয়ে এলো Xiaomi, রয়েছে গু’চ্ছে’র ফি’চা’র

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছোট পাথরের ম’তো দেখতে কম্পিউটার নিয়ে এলো Xiaomi, রয়েছে গু’চ্ছে’র ফি’চা’র

চিনা সংস্থা শাওমি রবিবার লঞ্চ করল Xiaomi Mini PC। এই সংস্থাটি কোম্পানির লেটেস্ট লঞ্চ ইভেন্ট থেকে এই প্রোডাক্ট বাজারে এনেছে । কোম্পানির প্রথম মিনি কম্পিউটারে রয়েছে Intel 12th Gen Core i5 CPU। এই প্রসেসরে রয়েছে 12 কোর ও 16 থ্রেডের হেটারোজেনাস ডিজাইন।

এই মিনি কম্পিউটারের প্রসেসর সর্বোচ্চ 4.4 GHz ক্লক স্পিডে ছুটবে। সঙ্গে রয়েছে 16 GB RAM। এই কম্পিউটারে চলবে Windows 11 অপারেটিং সিস্টেম। আপাতত চিনে লঞ্চ হয়েছে Xiaomi Mini PC। প্রতিবেশী দেশে এই শাওমির মিনি কম্পিউটারের দাম 3,999 ইউয়ান (প্রায় 47,400 টাকা)।

512 GB ইন বিল্ট স্টোরেজে এই মিনি কম্পিউটার কেনা যাবে। যদিও কোনও স্টোরেজ ছাড়া একটি সস্তার ভেরিয়েন্ট লঞ্চ করেছে Xiaomi। সেই ভেরিয়েন্টে Xiaomi Mini PC কিনতে খরচ হবে 2,999 ইউয়ান। ইতিমধ্যেই 3,699 ইউয়ানে (43,800 টাকা) চিনে এই কম্পিউটারের 512 GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়ে গিয়েছে।

আরো খবর: চুল ছো’ট করে কে’টে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগদান করলেন BTS-র সদস্য জিন

অন্যদিকে, স্টোরেজ ফ্রি ভেরিয়েন্টের বিক্রি শুরু হচ্ছে 14 ডিসেম্বর। কালো রঙে এই মিনি কম্পিউটার অর্ডার করা যাবে। প্রসেসর ঠান্ডা রাখার জন্য Xiaomi Mini PC-তে রয়েছে একটি 4600 RPM ফ্যান। সঙ্গে রয়েছে ডুয়াল পাইপ হিটসিঙ্ক।
একটি অ্যালুমিনিয়াম ইউনিবডি কেসের মধ্যে এই মিনি কম্পিউটার বিক্রি করবে শাওমি।