সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার বাড়ি বাড়ি হা’জি’র হয়ে যাবে Reliance, বি’রা’ট পরিকল্পনা মুকেশ আম্বানির

মুকেশ আম্বানি সংস্থা এবার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে মুদি এবং রেশন দ্রব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে। এর জন্য মুকেশ আম্বানির রিলায়েন্স সংস্থা কোমর বেঁধে নেমেছে ব্লিনকিট এবং জেপটো কোম্পানী গুলির বিরুদ্ধে। এবার ইনস্ট্যান্ট গ্রসারি সার্ভিসের জন্য নতুন ব্যবস্থা আনা হবে সংস্থার তরফ থেকে। তার জন্য শুরু হচ্ছে জিওমার্ট এক্সপ্রেসের ট্রায়াল’।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দ্রুত মুদি দ্রব্য সরবরাহের জন্য জিও মার্ট এক্সপ্রেস নামের এক নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইতিমধ্যেই নবী মুম্বাইতে এই প্রজেক্ট শুরু হয়ে গিয়েছে। ভবিষ্যতে আরও 200 টি শহরের প্রজেক্ট বাড়ানোর পরিকল্পনা রয়েছে জিও মার্টের।

দেশের সবথেকে বড় রিটেল কোম্পানি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স রিটেল নামে এই ব্যবসা করছেন মুকেশ আম্বানি।এবার এই নতুন প্রজেক্টের মাধ্যমে অন্যান্য কোম্পানিগুলিকে জোর টক্কর দেবে রিলায়েন্স। মাত্র 90 মিনিটের মধ্যে সামগ্রী ডেলিভারি করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন: শেষবারের ম’তো কেকে-র গান শুনতে পারবেন আপনি, প্রয়াত গায়ককে ফি’রি’য়ে আনছে সৃজিত

এর জন্য নূন্যতম পরিমাণ কোনো অর্ডার করার প্রয়োজন থাকবে না। গ্রাহকের অর্ডার 199 টাকা বা তার বেশি হয় তাহলে গ্রোসারি ডেলিভারি বিনামূল্যে পাওয়া যাবে। রিলায়েন্স বর্তমানে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, মেডিসিনের মত দ্রব্যের ইনস্ট্যান্ট ডেলিভারি করার সিদ্ধান্ত নিয়েছে।

এই নতুন প্রজেক্টের মাধ্যমে সংস্থাটি অন্যান্য সংস্থার তুলনায় অনেকাংশে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। টাটার বিগবাস্কেট এবং সুইগী ইনস্ট্রামার্ট, ওয়ালমার্টের ফ্লিপকার্ট কুইক বর্তমানে একই খাতে কাজ করছে।